ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সোহাগপুরের ৩২ বিধবা

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ জুলাই ২০১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সোহাগপুরের ৩২ বিধবা

রফিকুল ইসলাম আধার, শেরপুর, ২৫ জুলাই ॥ ‘আমরা স্বামী-সন্তান হারানির বিচার পাইছি, ঘাতক কামারুজ্জামানের ফাঁসি অইছে। এই জন্য আমগো আর আফসোস নাই। কিন্তু আমগোর গাও-গতরে আগের মতো শক্তি-বল না থাহায় অহন আগের মতো কাম-কাজ করবার পারি না। অভাবের মধ্যে কোনোরহম দিন চলে। সবার বয়স অইছে। ঠিকমতো চলবার ফিরবারও পাই না। অহন সকরারের দয়া ছাড়া আমগো বাইচ্চা থাহাই কডিন।’ সোহাগপুর গণহত্যা দিবস উপলক্ষে ২৫ জুলাই শনিবার সরেজমিন বিধবাদের খোঁজ-খবর জানতে গেলে বিধবা মহিরন বেওয়া এসব কথা বলেন। ওই সময় বিধবা পল্লীর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘কামারুজ্জামানের ফাঁসি অওয়ার পর পয়লা বৈশাখে আমগোর সাথে ডাঃ ইমরান শামিল অইবার পর তার কথায় আমরা আশায় থাহি যে, শেখের বেডি হাসিনার সাতে আমগো সাক্ষাত অইবো। আমগোরে দিনমান কিছুডা অইলেও বদলাইবো। কিন্তু হেই সাক্ষাতের সুযোগ অহনো অয় নাই। তাই আমরা শেখের বেডির সাক্ষাতের আশায় আছি।’ একই সুরে কথা বলেন জবেদা খাতুন (৬৫)। তিনি বলেন, ‘অন্যের বাড়িত থাহি। ভাতার টেহায় কোন রহম খাওন চলে। চিকিৎসা করাইবার পাই না। সরকার যদি আমগো সহযোগিতা করত, তাইলে বিরাট উপকার অইত।’ একই দাবি জানান দিলমণি রাকসাম ও হাজেরা বেওয়া। বাঁ পা অবশ হয়ে শয্যাশায়ী হাজেরা বেওয়া। আর বার্ধক্যে ঘরে পড়ে আছেন দিলমণি রাকসাম। অর্থাভাবে তারা প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। ওই গ্রামের ৩২ বিধবা নারীর মধ্যে বাড়িঘর না থাকায় চারজন অন্যের বাড়িতে থাকছেন। এলাকার সংসদ সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় তারা প্রত্যেকে ট্রাস্ট ব্যাংক থেকে দুই হাজার টাকা, বেসরকারী সংস্থা ব্র্যাক থেকে চার শ’ ও সরকার থেকে চার শ’ টাকা হারে বয়স্ক ভাতাসহ মোট দুই হাজার আট শ’ টাকা পাচ্ছেন। কিন্তু ওই টাকায় বিধবাদের কোনোমতে খাবার-দাবার সম্ভব হলেও রোগের ওষুধ জোটে না। সোহাগপুরে গণহত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান কামারুজ্জামানের ফাঁসি হওয়ায় বিধবারা বেজায় খুশি হয়েছেন। তবে অর্থের অভাবে এখন বাঁচার মতো বাঁচতে না পারার কষ্টে আছেন তারা। ১৯৭১ সালের ২৫ জুলাই পাক হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসররা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সোহাগপুর গ্রামের ১৮৭ বাসিন্দাকে হত্যা করে। ওই ঘটনায় বিধবা হন ওই গ্রামের ৫৭ নারী, ধর্ষণের শিকার হন ১৩ নারী। এ জন্য পরবর্তীতে গ্রামটির পরিচিতি হয় ‘বিধবাপল্লী’। ওই বিধবা নারীদের মধ্যে বর্তমানে বেঁচে আছেন ৩২ জন।
×