ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্যাস সঙ্কট চরমে

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ জুলাই ২০১৫

গ্যাস সঙ্কট চরমে

নিজস্ব সংবাদদাতা ,কচুয়া, চাঁদপুর, ২৫ জুলাই ॥ কচুয়ায় গ্যাস সঙ্কট চরমে। প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকে না। বাসা, হোটেল ও বাড়িতে প্রায় তিন মাস যাবত গ্যাসের এ সঙ্কট। উপজেলার প্রায় পাঁচ হাজার গ্রাহক প্রতিদিন গ্যাস না থাকায় রান্নার কাজ বিঘিœত হচ্ছে। বাধ্য হয়ে গ্যাস সংযোগ থাকার পরও গৃহস্থলিরা কেরোসিনের চুলা বা মাটির চুলায় রান্নার কাজ সারতে হচ্ছে। কচুয়ায় গ্যাস সংযোগ দেয়া হয় ১৯৯২ সালে। মেধাবী সংবর্ধনা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় পর্যায়ে ক্যাব এ্যাওয়ার্ড অর্জন করায় নিজ এলাকায় সংবর্ধিত হয়েছে মেধাবী ছাত্রী মেহেরুন্নাহার ঐশী। শনিবার আগৈলঝাড়া উপজেলার জবসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বপ্নের গ্রাম সংগঠনের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, মেধাবী ছাত্রী মেহেরুন্নাহার ঐশী ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। একই বছর জাতীয় পর্যায়ে ক্যাব স্কাউটিং-এ শাপলা ক্যাব এ্যাওয়ার্ড অর্জন করে। ওই বছরই প্রাথমিক শিক্ষা সপ্তাহে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ক্যাব শিশু নির্বাচিত হয়। ইটভাঁটি বন্ধের দাবি নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৫ জুলাই ॥ নোয়াখালীর সেনবাগে ব্রিক ফিল্ডের কারণে শত শত একর কৃষি জমি নষ্ট হচ্ছে। এএনএস নামের উক্ত ব্রিক ফিল্ডটি খালের পাশে হওয়াতে ফিল্ডের মাটি খালে পড়ে খালটি প্রায় ভরাট হয়ে যাওয়াতে পানি ঠিক মতো সরতে পারছে না। এতে সেনবাগ উপজেলার পরিকোট, খিলপাড়া, উন্দানিয়া আইটপাড়া সোনাচাকা ও আশপাশের আরও কয়েক গ্রামের ধানের চারা ও ধান পানির নিছে পচে যাচ্ছে। মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গাছপালার পাতা শুকিয়ে গাছে কোন ফলমূল হচ্ছে না। এ্যাকাডেমিক ভবনের ভিত্তি স্থাপন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ জুলাই ॥ শনিবার দুপুরে ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার নতুন দ্বিতল এ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মাদ্রাসার নিজস্ব অর্থায়নে এই এ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। এ উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিকুল আলমের সভাপতিতে এক আলোচনাসভা মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম এবং ওই মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মতিউর রহমান।
×