ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে পুলিশ হত্যায় ব্যবহৃত মাইক্রো আটক

প্রকাশিত: ০৬:৪০, ২৬ জুলাই ২০১৫

মেহেরপুরে পুলিশ হত্যায় ব্যবহৃত মাইক্রো আটক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৫ জুলাই ॥ মেহেরপুর জেলার গাংনী উপজেলার পিরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলাউদ্দিন হত্যাক-ে ব্যবহৃত মাইক্রোবাসটি (নং কুষ্টিয়া-চ-০২-০০১১) অবশেষে পুলিশ শনিবার ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের বাঁশবাগান থেকে উদ্ধার করেছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কনস্টেবল আলাউদ্দিন খুন হন। ওই রাতেই আলাউদ্দিনের ব্যবহৃত শটগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ হত্যাকা-ের সঙ্গে জড়িত মাইক্রোবাসের চালক ও যাত্রীবেশী দুর্বৃত্তদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। খুনীদের গ্রেফতারে পুলিশ মেহেরপুরসহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলায় রেড এ্যালার্ট জারি করেছে। মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর থেকেই খুনীদের গ্রেফতারে জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কুষ্টিয়ার মিরপুরের বারুইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জনৈক আনিছের বাড়ির নিকটবর্তী বাঁশবাগানের ভেতর থেকে হত্যাক-ে ব্যবহৃত মাইক্রোবাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি বলেন, রাতে ঘটনার পরপরই মাইক্রোবাসের মালিক আনিছসহ তার সঙ্গী মাদক বিক্রেতারা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। মাইক্রোটি এখন কুষ্টিয়া থেকে গাংনী থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। গাংনী উপজেলার সাহেবনগরে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে মাইক্রোবাসের যাত্রীবেশী সন্ত্রাসীরা আলাউদ্দিনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ১০টার তার মৃত্যু হয়।
×