ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁদাবাজি

শাহজাদপুরে সংঘর্ষ আহত ৩৫

প্রকাশিত: ০৬:৪১, ২৬ জুলাই ২০১৫

শাহজাদপুরে সংঘর্ষ আহত ৩৫

সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৫ জুলাই ॥ শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাঁট কৈজুরী গ্রামে ঈদের ফিরতি যাত্রীবাহী শ্যালো নৌকা থেকে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম গ্রুপ ও সাবেক ইউপি মেম্বার শুকুর প্রামানিক গ্রুপের এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৫ বাড়ি, ৪ দোকান, তেল মিল ও শেখ রাসেল স্মৃতি সংসদে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়। এ সময় পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রাণ ভয়ে ছুটে পালায়। সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে শাহজাদপুর, উল্লাপাড়া, বেড়া, সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কৈজুরী বাজার শ্যালোঘাট থেকে ঈদের ফিরতি যাত্রী নিয়ে ঢাকাগামী ইঞ্জিন চালিত শ্যালো নৌকা থেকে সাইফুল চেয়ারম্যান গ্রুপের মারফত, মতিন, আনসার ও রেজাউল দুই শ’ থেকে পাঁচ শ’ টাকা করে চাঁদাবাজি করে আসছে। শুকুর মেম্বার গ্রুপের ফারুক, কালাম, সেলিম, সাদ্দাম, নজরুল এ চাঁদাবাজির প্রতিবাদ ও বাধা প্রদান করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের প্রায় শতাধিক কর্মী-সমর্থক লাঠি, ফালা, হলঙ্গা, টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা-সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে। এতে ইট-পাটকেল নিক্ষেপ, ৫ বাড়ি, ৪ দোকান, ১ তেল মিল ও শেখ রাসেল স্মৃতি সংসদে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়।
×