ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৪, ২৬ জুলাই ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. বাংলাদেশে জনসংখ্যার চাপ কেমন? ক) কম খ) বেশি গ) অনেক কমা ঘ) অত্যন্ত বেশি ২. বার্নিয়ের কে ছিলেন? ক) জার্মান পর্যটক খ) ফরাসি পর্যটক গ) চীনা পর্যটক ঘ) ব্রিটিশ পর্যটক ৩. খসড়া সংবিধান বলতে বোঝয়- র. চূড়ান্ত অনুমোদনহীন সংবিধান রর. অলিখিত সংবিধান ররর. অনুমোদনের পূর্বাবস্থার সংবিধান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৪. মংলা একটি- ক) স্থলবন্দর খ) নদীবন্দর গ) বিমানবন্দর ঘ) সমুদ্রবন্দর ৫. শহরাঞ্চলের মানুষের পেশা প্রধানত- র. কৃষিকাজ রর. ব্যবসা-বাণিজ্য ররর. চাকরি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৬. নানা প্রকারের মাদুর তৈরিতে দক্ষ কারা? ক) চাকমারা খ) মারমারা গ) গারোরা ঘ) সাঁওতালরা ৭. দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরিতে বিশেষ কোটা সংরক্ষণের সরকারি নীতির মূলে কোনটি রয়েছে? ক) মানব সম্পদ উন্নয়ন খ) বনজ সম্পদ উন্নয়ন গ) দারিদ্র্য দূরীকরণ ঘ) কর্মসংস্থান বৃদ্ধি ৮. গ্রিন হাউস গ্যাসের মধ্যে গত শতাব্দীতে কার্বন ডাইাক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ বেড়েছে? ক) ১৫ ভাগ খ) ২০ ভাগ গ) ২৫ ভাগ ঘ) ৩২ ভাগ ৯. বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদ ভূমিকা রাখে- র. কর্মসংস্থান বৃদ্ধিতে রর. যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ররর. খাদ্যের অভাব পূরণে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ১০. সাঁওতালদের পঞ্চায়েত পরিচালনা করে- র. হেডম্যান রর. গোডেৎ ররর. মাঝিহারাম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ১১. পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয় ’৭১ সালের কত তারিখে? ক) ২৫ মার্চ খ) ২৬ মার্চ গ) ২৭ মার্চ ঘ) ২৮ মার্চ ১২. গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে আশ্চর্য নিপুণতায় ফুটিয়ে তুলেছেন- র. সমাজব্যবস্থা রর. গল্পকাহিনী ররর. ছবি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ১৩. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ১৪. লিখিত সংবিধানে লিপিবদ্ধ থাকে- র. সরকারের গঠন রর. নাগরিক অধিকার ররর. সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৫. আমরা আমাদের জাতীয় সঙ্গীত কোন গানের সুরে গাই? ক) বাউল গান খ) মুর্শিদি গান গ) লালনের গান ঘ) হাসন রাজার গান ১৬. বায়ুম-লের গৌন গ্যাসগুলোকে কী বলা হয়? ক) সিএফসি খ) গ্রিন হাউস গ) এইচসিএফসি ঘ) ওজোন স্তর ১৭. ইউরোপে বাণিজ্য বিপ্লবের ফলে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্যে কিসের সন্ধান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? ক) বাজারের খ) পরিবহনের গ) শ্রমের ঘ) শ্রমিকের ১৮. ২০১১-১২ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান কত ছিল? ক) ১৯.০১ শতাংশ খ) ১৫.৬৫ শতাংশ গ) ২৯.৯৫ শতাংশ ঘ) ১৪.২৬ শতাংশ ১৯. একটি দেশের উন্নয়নের সঙ্গে কোনটি জড়িত? ক) জনসংখ্যা খ) পরিবেশ গ) প্রশিক্ষণ আয় ঘ) মাথাপিছু আয় ২০. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? ক) ফজলুল কাদের চৌধুরী খ) আইয়ুব খান গ) জেনারেল নিয়াজী ঘ) জুলফিকার আলী ভুট্টো ২১. সফিক একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে কোনটি জেগে ওঠে? ক) সহনশীলতা খ) বিজ্ঞান মানসিকতা গ) সুকুমার বৃত্তি ঘ) নেতৃত্ব ২২. জাতীয় সংসদের মেয়াদকাল কোনটি? ক) ৪ বছর খ) ৫ বছর গ) ৬ বছর ঘ) ৭ বছর ২৩. প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে বেঁচে থাকে- র. মানুষ রর. প্রাণী ররর. উদ্ভিদ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৪. গারোদের আদি বাস্থান কোথায় ছিল? ক) মিজোরাম খ) তিব্বত গ) চম্পকনগর ঘ) কৈলাশপুর ২৫. বাংলাদেশ কোন ধরনের দেশ? ক) নদীমাতৃক দেশ খ) মরুভূমির দেশ গ) বনভূমির দেশ ঘ) জলাভূমির দেশ ২৬. আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণের স্বত:ঃস্ফূর্ত অংশগ্রহণের কারণ হলো- র. নিজেদের অধিকার আদায় করা রর. স্বাধীনতা অর্জন ররর. আওয়ামী লীগকে খুশি করা
×