ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের নতুন নেতৃত্ব

সোহাগ সভাপতি, জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০৫:৫০, ২৭ জুলাই ২০১৫

 সোহাগ সভাপতি, জাকির সাধারণ  সম্পাদক নির্বাচিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দীর্ঘ চার বছর পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার রাত সোয়া আটটার দিকে সংগঠনটির ২৮তম কেন্দ্রীয় কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশনে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে সংগঠনের বিদায়ী কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ সভাপতি পদে ও সহ-সম্পাদক জাকির হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা আগামী দু’বছর মেয়াদে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির নেতৃত্ব দেবেন। নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও নতুন সাধারণ সম্পাদক জাকির হোসেন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। সোহাগ হল শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক এবং জাকির হল কমিটির সদস্য ছিলেন। সোহাগ ভাষাবিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের এবং জাকির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোহাগের বাড়ি মাদারীপুর ও জাকিরের বাড়ি মৌলভীবাজার জেলায়। রবিবার সারাদেশের কাউন্সিলররা ভোটের মাধ্যমে ছাত্রলীগের ভবিষ্যত কা-ারি এই দুজনকে নির্বাচিত করেন। সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দিনভর শীর্ষ দুই পদে এ ভোটগ্রহণ করা হয়। প্রার্থিতা প্রত্যাহারের পর শেষ পর্যন্ত সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন সরাসরি নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করেন। তিন হাজার ভোটারের মধ্যে দুই হাজার ৮১৯ জন দিনভর স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল দশটায়
×