ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে শান্তি চুক্তি পক্ষের এক নেতা ও তার শিশুপুত্র নি

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ জুলাই ২০১৫

রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে শান্তি চুক্তি পক্ষের এক  নেতা ও তার   শিশুপুত্র নি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ জুলাই ॥ রাঙ্গামাটি শহরের উপকণ্ঠে আসামবস্তি এলাকার পশ্চিম পাশে লেমুছড়ির সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে পার্বত্য শান্তি চুক্তি পক্ষের এক শীর্ষ নেতা ও তার এক শিশুপুত্র নিহত হয়েছে। শনিবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটেছে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তির নাম সুপ্রিয় চাকমা (৫০) ও তার ছেলে অরণ্য চাকমা (১০) । খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনস্থলে গিয়ে বিভিন্নস্থানে তল্লাশি চালিয়েছে। তারা কোন লাশের সন্ধান পায়নি বলে জানান। এ ব্যাপারে রাঙ্গামাটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আহসান জানান। পুলিশ লাশের সন্ধান না পেলেও এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। পুলিশ সুপ্রিয় চাকমার বাড়ি গিয়ে তার এবং তার সন্তানের কোন হদিস পায়নি বলে জানান। পুলিশের ধারণা চুক্তিবিরোধী সন্ত্রাসীরা তাদের হত্যা করে লাশ গুম করে ফেলতে পারে। এ ঘটনার কথা জেএসএস ও ইউপিডিএফ কেই স্বীকার করেনি।
×