ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হচ্ছে

প্রকাশিত: ০৬:৪১, ২৭ জুলাই ২০১৫

সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হচ্ছে

ডি. এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ থেকে ॥ দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের আদলে সোনামসজিদ স্থলবন্দর রূপান্তরের প্রাথমিক কাজ শুরু হয়েছে। গত মে মাসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরকালীন কিছু উন্নয়নমূলক প্রকল্পের আগাম প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার অংশ হিসেবে এবার সোনামসজিদ স্থলবন্দরকে আনা হচ্ছে রেলের আওতায়। এই বন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারিত করার জন্য প্রধানমন্ত্রীর একান্ত সচিব স্বাক্ষরিত এক পত্রে প্রধানমন্ত্রী ঘোষণা মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ দ্রুত শুরু করার বা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে অনুরোধ জানানো হয়েছে। তার অনুলিপি স্থানীয় জনপ্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সাংসদ ঘটনার সত্যতা স্বীকার করেন। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সোনামসজিদ স্থলবন্দরের দূরত্ব মাত্র ২৫ থেকে ৩০ কিলোমিটার। রেলপথ প্রকল্প বাস্তবায়ন হলে জেলার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যে আসবে বড় ধরনের সাফল্য। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্য খুব অল্প সময়ে এক খরচে দেশের অভ্যন্তরে পৌঁছান সম্ভব হবে। এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের পণ্য, ভুটানের ফল ও তার যুশও নেপাল থেকে আমদানিকৃত মালামাল ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় পৌঁছে যাবে। একইভাবে ভারতীয় ফল পৌঁছবে গন্তব্যে।
×