ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিসরে দ্বিতীয় সুয়েজ খাল পরীক্ষামূলক চালু

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ জুলাই ২০১৫

মিসরে দ্বিতীয় সুয়েজ খাল পরীক্ষামূলক চালু

মিসরের দ্বিতীয় সুয়েজ খাল দিয়ে প্রথমবারের মালবাহী জাহাজ অতিক্রম করল। শনিবারের পরীক্ষামূলক মহড়ায় বেশ কিছু কন্টেনার জাহাজ খালটি অতিক্রম করে। এ সময় হেলিকপ্টার এবং নৌবাহিনীর জাহাজ এগুলোকে প্রহরা দিচ্ছিল। ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রথম সুয়েজ খাল চালুর প্রায় দেড়শ বছর পর এর পাশ দিয়ে দ্বিতীয় এই খালটি খনন করা হলো। তাই ৭২ কিলোমিটার দীর্ঘ আরও একটি খাল কাটা হয়েছে। খবর বিবিসির। ৬ আগস্ট বিশ্বের সামনে খুলে দেয়া হবে এই নতুন খাল। তার আগে শনিবার নতুন সুয়েজ দিয়ে পরীক্ষামূলকভাবে ছটি মালবাহী জাহাজ যাত্রা করল। ১১ মাস আগে ৯০০ কোটি ডলারের নতুন সুয়েজ প্রকল্পের সূচনা করেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। প্রকল্পের শেয়ার বিক্রি করে এই টাকা তোলা হয়। আর প্রকল্পের বরাদ্দ দেয়া হয় স্থানীয় কোম্পানিগুলোকে।
×