ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানে সম্ভাব্য হামলা ইসরাইলকে কেরির হুঁশিয়ারি

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ জুলাই ২০১৫

ইরানে সম্ভাব্য হামলা ইসরাইলকে কেরির হুঁশিয়ারি

পরমাণু সমঝোতার পর ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় একতরফা সামরিক হামলা চালানোর পরিকল্পনা হবে ইসরাইলের জন্য মারাত্মক ভুল। খবর এনবিসির। কেরি বলেন, ‘ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা হবে ভয়াবহ ভুল এবং তার পরিণতি হবে মধ্যপ্রাচ্য ও ইসরাইলের জন্য অত্যন্ত মারাত্মক। আমি মনে করি না এ ধরনের হামলার কোন প্রয়োজন আছে।’ ইরানের বিরুদ্ধে ইসরাইলের সম্ভাব্য হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে এনবিসি নিউজকে কেরি এসব কথা বলেছেন। এদিকে, শুক্রবার মার্কিন ফরেন রিলেশন্স কাউন্সিলে কেরি বলেছেন, কংগ্রেস যদি ‘ইরান চুক্তি’ প্রত্যাখ্যান করে তাহলে তার জন্য ইসরাইলকে দায়ী করা হবে।
×