ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে চোরাই চক্রের ৫ সদস্য আটক

প্রকাশিত: ০৬:৫০, ২৭ জুলাই ২০১৫

রূপগঞ্জে চোরাই  চক্রের ৫ সদস্য  আটক

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৫ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রফতানিমুখী পোশাক কারখানা থেকে কাপড় চুরির অভিযোগে কারখানার কর্মচারী ও চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া কাপড় উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় তাদের উপজেলার আউখাব এলাকার এনজেড টেক্সটাইল নামে পোশাক কারখানা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, এনজেড টেক্সটাইলের সিকিউরিটি সুপার ভাইজার মাহফুজুর রহমান, কর্মচারী নুরনবী, আলিফ হোসেন, আল-আমিন, আওলাত হোসেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চোরচক্রের সদস্যরা এনজেড টেক্সটাইল কারখানায় বিভিন্ন পদে কর্মচারী হিসেবে কাজ করে মালবাহী কভার্ডভ্যানে চুরি করে অতিরিক্ত কাপড় বের করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি মালিকপক্ষ টের পেয়ে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই ৫ জনকে কারখানার ভেতর থেকেই আটক করে। পরে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী দিঘি বরাব রহিমের গোডাউন থেকে প্রায় ৪ হাজার গজ কাপড় উদ্ধার করে পুলিশ।
×