ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা!

প্রকাশিত: ০৬:৫১, ২৭ জুলাই ২০১৫

বরগুনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ  মামলা!

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৬ জুলাই ॥ স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছে স্ত্রী। বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম রবিবার মামলাটি আমলে গ্রহণ করে স্থানীয় পৌর কাউন্সিলরকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বরগুনা পৌরসভার নয়াকাটা মাইঠা এলাকায়। মামলা সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার উত্তর লাকুরতলা গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে রেবা বেগমের সঙ্গে ১৮ বছর পূর্বে বরগুনা পৌরসভার নয়াকাটা সড়কের মৃত আবদুল কাদের চৌকিদারের ছেলে জহিরুল ইসলামের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুইটি সন্তান আছে। স্বামী জহিরুল ইসলাম তার স্ত্রীর কাছে ২০০৫ সালে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী রেবা বেগম বরগুনা আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করে। ওই সময় জহিরুল ইসলাম তার স্ত্রী রেবা বেগমকে তালাক দেয়। স্থানীয় সালিশগণ স্বামী স্ত্রীর বিরোধ মীমাংসা করে দেয়। পরে এ বছর ৫ মে আবার নতুন করে রেজিস্ট্রি কাবিন করে জহিরুল ইসলাম স্ত্রী রেবা বেগমকে স্ত্রী স্বীকৃতি দিয়ে তার ঘরে তুলে নেয়। তিনদিন সংসার করার পর ৮ মে আবার রেবা বেগমকে জহিরুল ইসলাম রেজিস্ট্রি তালাক দিয়ে গোপন রেখে একই ঘরে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে। ২০ জুলাই স্ত্রী রেবা বেগম তালাকের বিষয়টি জানতে পেরে রবিবার আদালতে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। রেবা বেগম জানান, জহিরুল ইসলাম তালাক গোপন করে তার সঙ্গে যৌন সঙ্গম করে ধর্ষণের অপরাধ করেছে।
×