ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ॥ গার্মেন্টস বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৬:৫২, ২৭ জুলাই ২০১৫

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ॥ গার্মেন্টস বন্ধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ জুলাই ॥ শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় এক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। রবিবার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার ‘গ্রীন লাইফ’ গ্রুপের ‘গ্রীন লাইফ ক্লথিং’ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার মূল ফটকে নোটিস টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। জানা গেছে, শনিবার ঈদের সাত দিন ছুটি শেষে কাজে যোগ দেয় কারখানার আট শতাধিক শ্রমিক। এ সময় মালিকপক্ষ শ্রমিকদের কাছে বিভিন্ন সমস্যা দেখিয়ে জামগড়া এলাকার কারখানা সরিয়ে আশুলিয়ার দোসাইদ এলাকায় নিয়ে যাওয়ার কথা বলে। শ্রমিকরা দোসাইদ এলাকায় গিয়ে কাজ করবে না বলে মালিক পক্ষকে জানান। পরে রবিবার সকালে শ্রমিকদের না জানিয়ে কারখানা অদির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধনের নোটিস দেখে কারখানার সামনে বিক্ষোভ করে। এ সময় কর্তৃপক্ষের নির্দেশে কারখানার শ্রমিকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।
×