ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে অটোরিক্সা চলাচল অব্যাহত রাখার দাবি

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ জুলাই ২০১৫

সিরাজগঞ্জে অটোরিক্সা  চলাচল অব্যাহত রাখার দাবি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল অব্যাহত রাখার দাবিতে সিরাজগঞ্জে সিএনজি মালিক গ্রুপ ও সিএনজি মালিক সমিতি যৌথভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর রবিবার সকালে স্মারকলিপি প্রদান করেছে। এ সময় সিএনজি মালিক গ্রুপের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফেরদৌস হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা পাঁচদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ ও চালক পরিবারের সদস্যরা। ঢাকা-বগুড়া ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপকণ্ঠে চান্দাইকোনা, ষোলমাইল, ভূইয়াগাঁতী, ঘুরকা, সাহেবগঞ্জ, হাটিকুমরুল গোলচত্বর ও নলকাসহ একাধিক অটোরিক্সা স্ট্যান্ডে বাস থেকে নেমে শত শত নারী-শিশু-পুরুষসহ বিভিন্ন বয়সী যাত্রী মহাসড়কে ক্ষুদ্র যানবাহন বন্ধ থাকায় বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে দিনমান প্রতীক্ষায় থেকেও প্রত্যন্ত অঞ্চলের গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
×