ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় চিকিৎসক ছুরিকাহত ॥ প্রকৌশলী আটক

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ জুলাই ২০১৫

বগুড়ায় চিকিৎসক  ছুরিকাহত ॥  প্রকৌশলী  আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শনিবার রাতে শহরের নাটাইপাড়া এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে নিপেন্দ্র নাথ নামের এক চিকিৎসক ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি বগুড়ার শাজাহানপুর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। এ ঘটনায় পুলিশ মুক্তার হোসেন নামে এক প্রকৌশলীকে আটক করেছে। তার কর্মস্থল দিনাজপুর। পুলিশ জানায়, রাত ৯টার ডাঃ নিপেন্দ্র নাথ প্রাইভেটকারে নাটাইপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওই এলাকার বাসিন্দা দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মুক্তার হোসেন নিজেই গাড়ি চালিয়ে আসছিলেন। তার গাড়িতে পরিবারের কয়েক সদস্য ছিল। নাটাইপাড়ার পাট গুদাম লেনে দুটি গাড়ি মুখোমুখি হয়। সরু রাস্তার কারণে দুটি গাড়িই আটকা পড়ে। সাইড দেয়া নিয়ে চিকিৎসকের গাড়ির চালকের সঙ্গে প্রকৌশলী মুক্তার হোসেনের বাগ্বিত-া হয়। এতে চিকিৎসক গাড়ি থেকে নেমে হেঁটে বাড়ির পথ ধরেন এবং চালককে গাড়ি পিছিয়ে বাড়িতে আনতে বলেন। এ সময় বাগ্বিত-ার জের ধরে হঠাৎ করে চিকিৎসককে গালি দিয়ে প্রকৌশলীর গাড়ি থেকে তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে চিকিৎসককে ছুরিকাঘাত করে রাস্তার ওপর ফেলে দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
×