ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন সংখ্যালঘু পরিবার

প্রকাশিত: ০৬:৫৪, ২৭ জুলাই ২০১৫

বাউফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন সংখ্যালঘু  পরিবার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ জুলাই ॥ বাউফলের কেশবপুর গ্রামের শংকর ধূপি তার পরিবার-পরিজন নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের রোষানলে পড়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রভাবশালী মহলটি ইতোপূর্বে গায়ের জোরে ওই সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি থেকে পুকুরের মাছ ও গাছ কেটে নিয়েছে। শংকর ধূপি অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থক হিসেবে পরিচিত হাবিবুর রহমান সিকদার ও আমির হোসেন মোল্লাদের সঙ্গে জমিজমা নিয়ে তার দীর্ঘদিন মামলা চলে আসছিল। চলতি বছরের ১১ মার্চ সুপ্রীমকোর্টের আপীল বিভাগ তার পক্ষে রায় প্রদান করেন। কিন্তু তারা আদালতের সেই রায় অমান্য করে, বৃহস্পতিবার ২৫-৩০ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে জমি ট্রাক্টর দিয়ে চাষ করে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলেও কোন প্রতিকার পাননি।
×