ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোগাদিসুতে হোটেলে গাড়িবোমা হামলায় ছয়জন নিহত

প্রকাশিত: ০৪:১০, ২৮ জুলাই ২০১৫

মোগাদিসুতে হোটেলে গাড়িবোমা হামলায় ছয়জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে কঠোর নিরাপত্তাধীন একটি হোটেলে রবিবার আল শাবাব জঙ্গীদের ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিবেশী দেশ কেনিয়া থেকে ইথিওপিয়ায় যাওয়ার সময় এ আত্মঘাতী হামলা চালানো হয়। আল কায়েদার সমর্থনপুষ্ট এ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধরত আফ্রিকান ইউনিয়ন বাহিনীতে গুরুত্বপূর্ণ এ দুই দেশের সৈন্যরা অবদান রাখছে। এদিকে সংঘাতপূর্ণ সোমালিয়ায় ধারাবাহিক বোমা হামলায় প্রাণহানির ক্ষেত্রে এটি সর্বশেষ হামলার ঘটনা। খবর এএফপির। হোয়াইট হাউস এ হামলার ঘটনাকে ‘ঘৃণ্য’ হিসেবে উল্লেখ করে এর কঠোর নিন্দা জানিয়েছে। জিহাদী ওয়েবসাইটের বরাত দিয়ে এক বিবৃতিতে আল শাবাব জানায়, তারা জাজিরা প্যালেস হোটেলে হামলা চালিয়েছে। রাজধানী মোগাদিসুর এ হোটেল ভবনেই চীন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক মিশন রয়েছে এবং হোটেলটি সোমালিয়ার সরকারী কর্মকর্তা ও বিদেশীদের কাছে অনেক জনপ্রিয়। সরকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মাদ জামা বলেন, সেখানে এ হামলায় ‘আমরা কমপক্ষে ছয়জনকে নিহত হতে দেখেছি। এদের অধিকাংশ হোটেলের নিরাপত্তাকর্মী।’ তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
×