ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নগ্ন ভিডিও ফাঁস

হাউস অব লর্ডস ডেপুটি স্পীকারের পদত্যাগ

প্রকাশিত: ০৪:১০, ২৮ জুলাই ২০১৫

হাউস অব লর্ডস ডেপুটি স্পীকারের পদত্যাগ

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের ডেপুটি স্পীকার লর্ড সুয়েলের নগ্ন একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর তিনি পদত্যাগ করেছেন। খবর বিবিসির। ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’-এ রবিবার প্রকাশিত ভিডিওফুটেজে লর্ড সুয়েলকে যৌনকর্মীর নগ্ন বক্ষের ওপর কোকেন পাউডার রেখে পাঁচ পাউন্ডের একটি নোটের ভেতর দিয়ে ধোঁয়া টেনে তা সেবন করতে দেখা গেছে। এ ঘটনার পর পার্লামেন্টের ‘প্রিভিলেজেস এ্যান্ড কন্ডাক্ট কমিটি’র (সংসদীয় আচরণ কমিটি) সভাপতির পদ থেকেও তার পদত্যাগের কথা জানিয়েছেন হাউস অব লর্ডসের স্পীকার ব্যারোনেস ডি’সুজা। এ ঘটনায় স্তম্ভিত স্পীকার ব্যারনেস ডি’সুজা বলেন, এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ডেপুটি স্পীকারের বিরুদ্ধে এ অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্ত করে দেখার জন্য তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন। হাউস অব লর্ডস কমিশনারের কাছে সুয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগ পেশ করা হবে বলেও জানান ডি’সুজা। টনি ব্লেয়ার সরকার আমলে লর্ড সুয়েল স্কটল্যান্ড বিষয়ক দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সাল থেকে তিনি হাউস অব লর্ডসের সদস্য। এবারডিন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রিন্সিপালও ছিলেন তিনি। ব্রোঞ্জযুগের কঙ্কাল উদ্ধার ব্রিটেনের উইলসফোর্ডে চার হাজার বছরের পুরনো ব্রোঞ্জযুগের মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি কোন কিশোরের এবং এটি দেড় মিটার লম্বা। গলায় রয়েছে অম্বর পাথরের একটি হার। ব্রোঞ্জযুগের মানবজীবন সম্পর্কে তথ্য পেতে এ আবিষ্কার কাজে আসবে বলে মনে করছেন এক বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের গবেষকরা। -বিবিসি ফেসবুকে সন্ধান নতুন এক প্রজাতির গাছের সন্ধান দিল ফেসবুক। ব্রাজিলের এক গবেষক অপরিচিত একটি গাছের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। সম্প্রতি এটি নজরে আসে মিউনিখের একদল উদ্ভিদ বিজ্ঞানীর। তাদের দাবি, দেড় মিটার লম্বা গাছটি মাংসাশী। আঠালো শুঁড় আছে এটির। প্রায় ২৪ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এর পাতা। গাছটির নাম দিয়েছেন তারা ‘ম্যাগনিফিশেন্ট সানডিউ’। বৈজ্ঞানিক নাম ‘দ্রোসেরা ম্যাগনিফিকা’। লাতিন আমেরিকায় আবিষ্কৃত এটি দ্বিতীয়-বৃহত্তম মাংসাশী প্রজাতির গাছ। -আনন্দবাজার পত্রিকা
×