ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে জাহিন স্পিনিংয়ের

প্রকাশিত: ০৪:১২, ২৮ জুলাই ২০১৫

অকারণে দর বাড়ছে জাহিন স্পিনিংয়ের

অর্থনৈতিক রিপোর্টার ॥ অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোন কারণ নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জাহিন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জাহিন স্পিনিংয়ের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ কার্যদিবসের দুই কার্যদিবস অস্বাভাবিকহারে বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। গত ১৪ জুলাই এ শেয়ারের দর ছিল ২০.৩০ টাকা। আর ২৭ জুলাই এ শেয়ারের লেনদেন হয়েছে ২৪.৩০ টাকায়। এ সময়ে জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ৪ টাকা বা ১৯.৭০ শতাংশ। যা অস্বাভাবিক মনে করছে সিএসই। রেকিট বেনকিজারের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার হোল্ডারদের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আর এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ আগস্ট। জানা যায়, ৫০০ শতাংশ লভ্যাংশ দেয়ার ফলে ২৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করতে হবে রেকিট বেনকিজারের। এর মধ্যে ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্জিত আয় থেকে ১৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা এবং ৯ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা সঞ্চিতি আয় থেকে দেয়া হবে। এদিকে ২০১৫ সালের ৩০ জুনের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.১০ টাকা।
×