ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংরেজী মাধ্যম থেকে ট্যাক্স প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৪:১৭, ২৮ জুলাই ২০১৫

ইংরেজী মাধ্যম থেকে ট্যাক্স প্রত্যাহারের দাবি

ইংরেজী শিক্ষা মাধ্যমের ওপর আরোপিত ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল এ্যাসোসিয়েশন’। সচিবালয়ে সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাতকালে সংগঠনের প্রতিনিধিরা এ দাবি জানান। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সংগঠনের প্রতিনিধিরা ইংরেজী মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেতন এবং স্কুলের জন্য বাড়ি ভাড়ার ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারসহ ইংরেজী মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আয়করের আওতামুক্ত রাখার দাবি জানান। ইংরেজী মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ই-টিন নম্বর থাকা বাধ্যতামূলক করার বিষয়টিকে বৈষম্যমূলক আচরণ হিসেবে আখ্যায়িত করেন তারা। প্রসঙ্গত, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ইংরেজী মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের বেতনের ওপর সাড়ে ৭ শতাংশ এবং স্কুলের জন্য বাড়ি ভাড়ার ওপর ৯ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার এ্যান্ড্রয়েড শক্তিসম্পন্ন টিভি ভারতের বাজারে এ্যান্ড্রয়েড শক্তিসম্পন্ন কয়েকটি টিভি ছেড়েছে জাপানের ইলেকট্রনিক্স কোম্পানি সনি। এ বিষয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, বিশ্বের সবচেয়ে চিকন ফোরকে লেড ফরমেটের টিভিসহ পাঁচটি টিভি ভারতের বাজারে উন্মুক্ত করেছে সনি। যার মধ্যে ফোরকে লেড ফরমেটের টিভিটি হবে স্মার্টফোনের চেয়েও চিকন। প্রতিষ্ঠানের দাবি ৪.৯ মিমি. পুরুত্বের এই টিভি আইফোন ৬ এবং সনি এক্সপেরিয়া জেডথ্রি’র চেয়েও চিকন। তথ্য মতে, গুগলের লেটেস্ট এ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত টিভিগুলোর প্যানেল সাইজ ৪৩ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত। ব্যবহারকারীরা এই টিভিকে এ্যান্ড্রয়েড প্লেস্টোরের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে এ্যাপস ডাউনলোড করতে পারবে। এছাড়া ভয়েস কমান্ড সাপোর্ট সুবিধা থাকায় ওয়েবে সার্চিং করতে পারবে। নতুন এই টিভিগুলো সম্পর্কে আরও বলা হয়েছে যে ‘সিরিয়াল এবিতাক’ এর মতো অনন্য ফিচার রয়েছে এতে। -অর্থনৈতিক রিপোর্টার
×