ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোমবাতিতে ফোন চার্জ

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ জুলাই ২০১৫

মোমবাতিতে ফোন চার্জ

ইলেক্ট্রিসিটি লাগবে না, ঘরে মোমবাতি থাকলে তা দিয়েই চার্জ দিতে পারবেন আপনার মোবাইল ফোন। আজকের যুগে স্মার্টফোন যেখানে জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে সেখানে ইলেক্ট্রিসিটির অভাবে চার্জ দিতে না পারলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়াই স্বাভাবিক। না, দরকার নেই আর দুশ্চিন্তা করার। এমন এক স্মার্টফোন চার্জার বানিয়েছেন সান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানি স্টোয়ারের প্রযুক্তিবিদ এ্যান্ড্রু বাইরেনস, যার ওপর জ্বালানো মোমবাতি ধরলে চার্জ হয়ে যাবে। আপনার চার্জার সেটাতে প্লাগ ইন করে সহজেই চার্জ করিয়ে নিতে পারবেন স্মার্টফোন। মোমবাতি রাখতে হবে পানিভর্তি একটি ছোট কৌটার মধ্যে। কৌটার সঙ্গে জুড়ে দিতে হবে বাইরেনসের বানানো চার্জার। মোমবাতি জালিয়ে দিলেই দশ সেকেন্ডের মধ্যেই ইউএসবি চার্জারে সবুজ সংকেত জ্বলে উঠবে। এরপর চার্জারের অপরপ্রান্তে প্লাগ ইন করলেই চার্জ হতে থাকবে আপনার স্মার্টফোন। এই চার্জারের নাম রাখা হয়েছে ক্যান্ডল চার্জার। ফুল চার্জ হতে ঘণ্টাতিনেক লেগে যাবে অবশ্য। যেখানে চার্জই দিতে পারছিলেন না, সেখানে তিন ঘণ্টায় সেই দুশ্চিন্তা থেকে মুক্তি অনেক বড় ব্যাপার। এই প্রযুক্তি এ বছরের শেষ নাগাদ বাজারে চলে আসবে বলে আশা করছে কোম্পানিটি। সূত্র: ওয়েবসাইট
×