ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্রোন কনভেনশন

প্রকাশিত: ০৩:৪৭, ২৯ জুলাই ২০১৫

ড্রোন কনভেনশন

গাড়ির চাপে সাধারণ মানুষের রাস্তায় বের হওয়া দায়। তাই ২৮-৩০ জুলাই এক কনভেনশনের ডাক দিল নাসা। কনভেনশনে বিশেষ আলোচ্য বিষয় ড্রোন ও তাঁর ব্যবহার। ড্রোন ব্যবহার করে ট্রাফিক সমস্যার পাশাপাশি ব্যক্তিগত উড়োযান সমস্যার সমাধান করা যাবে। -ওয়েবসাইট প্রথম চার পেয়ে সাপের ফসিল ব্রাজিলে খোঁজ মিলল প্রথম চারপেয়ে সাপের ফসিলের। সামুদ্রিক প্রাণী নয়, সাপেদের উদ্ভব ঘটেছে টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণীদের বিবর্তনের মাধ্যমে। ১১ কোটি বছরের পুরনো এই জীবাশ্মের সন্ধানের সঙ্গেই বিবর্তনের বহু বিতর্কিত প্রশ্নের সমাধান পাওয়া যাবে। পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভ মার্টিল বলেন, ‘টিকটিকি জাতীয় প্রাণীদের থেকেই সাপেদের উদ্ভব ঘটেছে। কিন্তু কখন, কিভাবে এই বিবর্তন ঘটেছে তা এখনও জানেন না বিজ্ঞানীরা।
×