ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষমা চেয়ে পার পেলেন জাফরউল্লাহ চৌধুরী

প্রকাশিত: ০৬:০৭, ২৯ জুলাই ২০১৫

ক্ষমা চেয়ে পার পেলেন জাফরউল্লাহ চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নিঃশর্ত ক্ষমা চাওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুুনালের দেয়া দ-াদেশ বাতিল করেছে আপীল বিভাগ। একই সঙ্গে আদালত সতর্ক করে দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী । প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বেঞ্চ মঙ্গলবার বিষয়টি নিষ্পত্তি করে এই আদেশ দেয়। বেঞ্চে অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদেশে বলা হয়, ‘কনভিকশন ইজ কোয়াশড।’ জাফরউল্লাহ এ সময় আদালতে উপস্থিত ছিলেন। আদেশের পর রেজাক খান বলেন, “উনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ওই আবেদন আদালত গ্রহণ করেছে। সতর্ক করে দিয়ে আদালত আদেশ দিয়েছে।”এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দ- বাতিল করেছে। ভবিষ্যতে বিচারক ও বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করে দিয়েছে। ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেয়ায় গত ১০ জুন জাফরউল্লাহ চৌধুরীকে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাস্তি হিসেবে তাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদ- দেয়া হয়। আদেশের পর ডাঃ জাফরউল্লাহ চৌধুরী বাদে বাকি ২২ জনকে সতর্ক করে ক্ষমা করে দিয়েছে টাইব্যুনাল।
×