ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাস্তায় খানাখন্দ

বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ জুলাই ২০১৫

বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তায় খানাখন্দ থাকায় গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মোরেলগঞ্জ ও শরনখোলা উপজেলার হাজার হাজার যাত্রী। গন্তব্যে পৌঁছাতে নিরুপায় যাত্রীরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার। সড়ক পথে মোরেলগঞ্জ থেকে বাগেরহাট যেতে সময় লাগত এক ঘণ্টা। এখন নৌপথে লাগছে ৪ ঘণ্টা। সাইনবোর্ড়-বগী মহসড়কের সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ১৯ কি.মি. এবং মোরেলগঞ্জ থেকে শরণখোলা সড়কের আরও ২০ কি.মি. সড়ক এখন ব্যবহারের অনুপযোগী। এ সড়কের বাধাল, পিংগড়িয়া, আমতলা, নব্বইরশি, বারইখালী ও মাঝিবাড়ি নামক স্থানে বিভিন্ন ধরনের গাড়ি গর্তে আটকে আছে। বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ বাদল মিনা বলেন, সড়কের পরিস্থিতি ভয়াবহ। বহু গাড়ি বিকল হয়েছে। অহরহ দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে আটকেপড়া গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ফাল্গুনী, পর্যটক, রোহান, মিমজাল, দিগন্ত, সাউদার্ন ও বিআরটিসি পরিবহনের কাউন্টার মাস্টাররা জানান, ঢাকা, চিটাগাং ও খুলনার যাত্রীদের ট্রলারে বাগেরহাট পাঠিয়ে গাড়িতে তোলা হচ্ছে। সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী নাহীন রেজা বলেন, বাস চলাচলের উপযোগী করতে আরও ২-৩ দিন সময় লাগবে। সওজ বাগেরহাট জেলার এই কর্মকর্তা আরও বলেন, এই মহাসড়কের উন্নয়ন কাজের প্রথম ঠিকাদারকে বাতিল করা হয়েছে। নতুন ঠিকাদার আগামী ৭ দিনের মধ্যে কাজ শুরু করবে।
×