ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রসপেক্টাস অনুমোদন

প্রকাশিত: ০৬:৩৬, ২৯ জুলাই ২০১৫

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রসপেক্টাস অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বিএসইসির ৫৪৭তম সাধারণ সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। জানা যায়, ১০ টাকা প্রি?মিয়ামে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করবে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। এ লক্ষে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকায় শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। আর আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৬০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। বন্ড ছাড়বে লংকা বাংলা সিকিউরিটিজ অর্থনৈতিক রিপোর্টার ॥ লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের সহযোগী কোম্পানি লংকাবাংলা সিকিউরিটিজের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এই সহযোগী কোম্পানি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই কোম্পানি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে বন্ড ইস্যু করতে পারবে। উল্লেখ্য, লংকাবাংলা সিকিউরিটিজের ৯০ দশমিক ৯১ শতাংশ মালিকানা রয়েছে লংকাবাংলা ফিন্যান্সের।
×