ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাগুরায় গুলিবিদ্ধ গৃহবধূ ও তার নবজাতক মৃত্যুর সঙ্গে লড়ছে

প্রকাশিত: ০৭:৪৯, ২৯ জুলাই ২০১৫

মাগুরায় গুলিবিদ্ধ গৃহবধূ ও তার নবজাতক মৃত্যুর সঙ্গে লড়ছে

স্টাফ রিপোর্টার ॥ মাগুরায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা আক্তার ও তার নবজাতক কন্যাটি এখনও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। মঙ্গলবার দুপুরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু সার্জারি ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আশরাফ-উল-হক কাজলকে প্রধান করে ৮ সদস্যবিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি নাজমার শরীরেই শুধু বিদ্ধ হয়নি। এটি গর্ভে থাকা অপরিণত কন্যা শিশুর পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। গুলিটি বের হয়ে যাওয়ার সময় শিশুটির হাত, গলা ও ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
×