ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শক্তিশালী লেজার রশ্মি উদ্ভাবন

প্রকাশিত: ০৬:১৭, ৩০ জুলাই ২০১৫

শক্তিশালী লেজার রশ্মি উদ্ভাবন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার রশ্মির উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এটি করেছে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। রশ্মিটির ২ পেটাওয়াট পালসের মধ্যে রয়েছে ২ কোয়াডরিলিয়ন ওয়াটস। লেজার রশ্মিটির দৈর্ঘ্য ৩০০ ফুট। এর নাম রাখা হয়েছে এলফেক্স (লেসার ফর ফাস্ট ইগনিশন এক্সপেরিমেন্টস)। রশ্মিটির গতি এতই দ্রুত যে গন্তব্য পৌঁছতে মাত্র পিকোসেকে- সময় লাগবে। যে ডিভাইসটি থেকে লেজার রশ্মিটি তৈরি হয় সেটিতে খুব শক্তির প্রয়োজনও হবে না। স্বল্প পরিমাণ ওয়াট পুড়িয়ে ডিভাইসটি শক্তিশালী রশ্মি তৈরি করতে সক্ষম। বিজ্ঞানীরা পরীক্ষাগারে এটির শক্তিপরীক্ষা করতে গিয়ে দেখেছেন, লেজার রশ্মিটি একসারি কাঁচের মধ্য দিয়ে খুব দ্রুত প্রবাহিত হতে পারে। গবেষক দলের সদস্য ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনজি কাওয়ানাকা বলেন, আমরা লেজারটির শক্তিমত্তা পরীক্ষায় নেমেছি। আমাদের লক্ষ্য হলো এটি থেকে ১০ পেটাওয়াটস শক্তি উৎপাদন করা। আর এটা সম্ভব হলে বিজ্ঞান জগত এগিয়ে যাবে বহুদূর। -ইন্টারনেট।
×