ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদ ও ছিটমহল নিয়ে বিএসএফ বিজিবি বৈঠক

প্রকাশিত: ০৬:৪০, ৩০ জুলাই ২০১৫

জঙ্গীবাদ ও ছিটমহল নিয়ে বিএসএফ বিজিবি বৈঠক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৯ জুলাই ॥ জেলার মোগলহাট সীমান্তে ঘেঁষে ভারতীয় ভূখ-ে জঙ্গীবাদ, উগ্রমৌলবাদী সংগঠনের অপতৎপরতা, বোমা, বিস্ফোরক উদ্ধার, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন, ছিটমহল বিনিময়, বুড়িমারী স্থলবন্দর, সীমান্তে চোরাচালানী প্রতিরোধ, সীমান্ত হত্যাসহ সীমান্তের নানা সমস্যা নিয়ে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বন্দর হলরুমে অধিনায়ক পর্যায়ে বিজিবি ও বিএসএফর মধ্যে ফলপ্রসূ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী। ভারতের ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ফালাকাটা ৩৫ বিএসএফের অধিনায়ক কর্নেল অমৃত লাল তিরকীর । ১৫ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের বিভিন্ন সমস্যা, সীমান্ত হত্যা, চোরাচালান প্রতিরোধ, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণ, ছিটমহল বিনিময়, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন, জঙ্গীগোষ্ঠী ও উগ্রমৌলবাদী চক্রের অপতৎপরতা ঠেকাতে বিজিবি ও বিএসএফের মধ্যে গুরুত্বপূর্ণ ফলপ্রসূ আলোচনা হয়েছে। বন্ধুত্বপূর্ণ এই দুই দেশের সীমান্তরক্ষীবাহিনী সীমান্ত রক্ষায় ও শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে।
×