ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে নিহত ব্যবসায়ীর লাশ ফেরত দিল ভারত

প্রকাশিত: ০৬:৪১, ৩০ জুলাই ২০১৫

বিএসএফের গুলিতে নিহত ব্যবসায়ীর লাশ ফেরত দিল ভারত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ জুলাই ॥ সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ী জিয়াউর রহমানের (৩৫) লাশ ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বাংলাদেশ পুলিশের কাছে নিহত জিয়াউর রহমানের লাশ ফেরত দিয়েছে। লাশ হস্তান্তর ও পতাকা বৈঠকে পতœীতলা বিজিবি ১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আখতার এবং ভারতের পক্ষে বিএসএফ বটতলী কোম্পানি কমান্ডার এসি কে কে দাস নের্তত্ব দেন। এ সময় ভারতের বামনগোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মিঃ আশুতোষ পাল, নওগাঁ জেলার সাপাহার থানার এসআই মামুনুর রশিদের কাছে লাশ হস্তান্তর করেন। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
×