ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এজবাস্টন টেস্ট

এ্যান্ডারসন তোপে দিশেহারা অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:১৬, ৩০ জুলাই ২০১৫

এ্যান্ডারসন তোপে দিশেহারা অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ এজবাস্টন টেস্টের শুরুতেই জেমস এ্যান্ডারসনের বোলিং তোপের মুখে দিশেহারা হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। এ রিপোর্ট লেখার সময় ২৯.২ ওভারে ৯৯ রান তুলতেই ৭ উইকেট হারায় অসিরা! যার ৫টিই তুলে নিয়েছেন স্বাগতিক গতি তারকা এ্যান্ডারসন। বাকি দুই উইকেট অপর পেসার স্টিভেন ফিনের। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ব্যক্তিগত ৫০ রানে ব্যাট করছিলেন ওপেনার ক্রিস রজার্স। ১ রানে তার সঙ্গী মিচেল স্টার্ক। লর্ডসে বড় হারের পর এজবাস্টনে গতিশীল উইকেট চেয়েছিলেন স্বাগতিক অধিনায়ক এ্যালিস্টার কুক। নিজের পরিকল্পনা সাজাতে টস হারটা তার জন্য শাপেবরই হলো! বল হাতে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিলেন পেসাররা। ইনজুরিতে যার খেলা নিয়ে সংশয় ছিল সেই রজার্স না থাকলে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নদের কী যে অবস্থা হতো! অপরপ্রান্তে সঙ্গীদের একের পর এক অসহায় আত্মসমর্পণের মাঝে ৮৬ বলে ৯ চারের সাহায্যে ৫০ রান করেন তিনি। নিজের শেষ এগারো ইনিংস এটি তার নবম হাফসেঞ্চুরি। ফিন-এ্যান্ডারসনের বিধ্বংসী বোলিংয়ে দলীয় ৭ রানে প্রথম, ১৮ রানে দ্বিতীয়, ৩৪ রানে তৃতীয়, ৭৭ রানে চতুর্থ, ৮২ রানে পঞ্চম, ৮৬ রানে ষষ্ঠ ও ৯৪ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এ্যাডাম ভোগস ১৬ এবং অধিনায়ক মাইকেল ক্লার্ক ১০ ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। এ্যান্ডারসনের বোলিং ফিগার ১১-২-২৩-৫!
×