ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের ইপিএস ৭৩ পয়সা

প্রকাশিত: ০৭:২০, ৩০ জুলাই ২০১৫

ন্যাশনাল ব্যাংকের ইপিএস ৭৩ পয়সা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড হিসাব বছরের প্রথম ৬ মাসে শেয়ারপ্রতি কনসুলিডেটেড আয় বা ইপিএস করেছে ৭৩ পয়সা। যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৯৫ শতাংশ কম। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ৭৬ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫- জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, হিসাব বছরের প্রথম তিন মাসে (এপ্রিল,১৫-জুন,১৫) ব্যাংকটি শেয়ারপ্রতি কনসুলিডেটেড আয় করেছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি আয় করেছিল ৫৪ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার নাভানা সিএনজির ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা নাভানা সিএনজি লিমিটেড কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় মঙ্গলবার এ সুপারিশ করা হয়। বুধবার ঢাকা স্টক একচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সদ্য সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৫৪ টাকা। এছাড়া এনএভি বা শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ ৩০ দশমিক ১৯ ভাগ। আগামী ১৬ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড ডেট ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×