ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোয়ান গার্মেন্টসের নারী শ্রমিকদের ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার সুপারিশ

প্রকাশিত: ০৬:১৫, ৩১ জুলাই ২০১৫

সোয়ান গার্মেন্টসের নারী শ্রমিকদের ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ সোয়ান গার্মেন্টসের নারী শ্রমিককে শ্রমিক কল্যাণ তহবিল থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া ওই গার্মেন্টসের সব শ্রমিকের পাওনা পরিশোধে দ্রুত-কার্যকর ব্যবস্থা নেয়ারও তাগিদ দিয়েছে কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, মোঃ ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, শিরীন আখতার, মোঃ রুহুল আমিন, মোঃ রেজাউল হক চৌধুরী, রোকসানা ইয়াসমিন ছুটি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ওই শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ দিতে ইসলামী ব্যাংকের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে কমিটির সদস্য ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, বৈঠকে সোয়ান গ্রুপের পরিচালনাধীন সোয়ান গার্মেন্টস লিমিটেড এবং সোয়ান জিন্স লিমিটেডের শ্রমিকদের বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকের মৃত্যুর পর উত্তরাধিকার নির্ণয় না হওয়ায় শ্রমিকদের পাওনা পরিশোধে জটিলতা সৃষ্টি হয়েছে। ঢাকা বোর্ডের কর্মকর্তাদের দুদকের অব্যাহতি স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে গোপনে দুই শতাধিক স্কুল-কলেজকে পাঠদানের অনুমতি প্রদানের অভিযোগ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত অব্যাহতভাবে চলা গুরুতর অনিয়মের ওই অভিযোগ কমিশন সম্প্রতি নথিভুক্তির (অব্যাহতি) মাধ্যমে নিষ্পত্তি করেছে।
×