ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেজিংয়ে খেলবেন জেসিকা

প্রকাশিত: ০৬:৪০, ৩১ জুলাই ২০১৫

বেজিংয়ে খেলবেন জেসিকা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর পুত্র সন্তানের মা হয়েছেন জেসিকা এনিস হিল। যে কারণে দীর্ঘদিন ধরেই দর্শকের ভূমিকায় থাকতে হয় বৃটেনের এই তারকা এ্যাথলেটকে। তবে বর্তমানে একেবারে ফিট তিনি কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়ে তার প্রমাণও রেখেছেন ২৯ বছর বয়সী এই হেপ্টাথেলিট। তবে এবারই প্রথমবারের মতো মেজর টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। অলিম্পিক চ্যাম্পিয়ন জেসিকা তার ইন্সটাগ্রাম একাউন্টে নিশ্চিত করেছেন যে, আগামী বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন তিনি। চীনের রাজধানী বেজিংয়ে অনুষ্ঠিত হবে বিশ্বচ্যাম্পিয়নশিপের আগামী আসর। আর এটা তার কোচের সিদ্ধান্ত অনুযায়ীই হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে জেসিকা বলেন, ‘আমি আর কোচ দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে বিশ্বচ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আমি অংশগ্রহণ করব।’লন্ডন অলিম্পিকে নিজের জাত চিনিয়েছিলেন এনিস। সেবার অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন তিনি। লন্ডনে লংজাম্পে ৬.৩৭ মিটার স্কোর গড়েছিলেন তিনি। ২০০ মিটারে ২৩.৪৯ স্কোর গড়ে দ্বিতীয় হয়েছিলেন। আর ১০০ মিটার হার্ডলসে ফিনিশিং লাইন স্পর্শ করতে সময় নিয়েছিলেন ১২.৩৯ সেকেন্ড। ব্রিটিশ এই তারকার বিশ্বাস ট্র্যাকে এখনও নিজের সেরাটা ঢেলে দিতে পারবেন তিনি। বিশেষ করে সম্প্রতি পারফর্মেন্সও তাকে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান জেসিকা। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমি এখন আগের চেয়ে অনেক উন্নতি করেছি। বিশেষ করে গত সপ্তাহের পারফর্মেন্সে আমি খুবই আনন্দিত।’ আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক। রিও’র সেই টুর্নামেন্টেই এখন দৃষ্টি দিচ্ছেন জেসিকা এনিস। বয়সে ঊনত্রিশকেও ছাড়িয়ে গেছেন তিনি। যে কারণে এটাই তার ক্যারিয়ারের গোধূলিবেলা। এটা স্বীকার করছেন এনিসও। তবে নিজের অর্জনে দারুণ তৃপ্ত এই ব্রিটিশ হেপ্টাথেলিট। এ বিষয়ে তার মন্তব্য হলো, ‘এটা আমার ক্যারিয়ারের গোধূলিবেলা। তবে এটা অস্বীকার করার কোন উপায় নেই যে আমার ক্যারিয়ারটা ছিল বিস্ময়কর। ইতোমধ্যে অনেক কিছুই অর্জন করেছি আমি। তাই আমার কাছে রিও অলিম্পিকই এখন সবকিছু। সেখানে খেলার জন্য যা কিছু করার দরকার তার সবকিছুই করব আমি।’ অলিম্পিকে খেলাটা যে কোন এ্যাথলেটের জন্যই স্বপ্নের।
×