ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হামলার চেয়ে সফল ইরান পরমাণু চুক্তি হবে শ্রেয় ॥ কার্টার

প্রকাশিত: ০৬:৫০, ৩১ জুলাই ২০১৫

হামলার চেয়ে সফল ইরান পরমাণু চুক্তি হবে শ্রেয় ॥ কার্টার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাস কার্টার বুধবার আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানকে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে আছে, তবে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তির সফল বাস্তবায়ন সামরিক হামলার চেয়ে অধিক শ্রেয়। কার্টার, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভার তিনজন সদস্য ইরান পরমাণু চুক্তির প্রতি সমর্থন দানের জন্য কংগ্রেসকে রাজি করানোর হোয়াইট হাউসের জোরালো প্রচারভিযানের অংশ হিসেবে একটি কমিটি শুনানিতে সাক্ষ্য দেন। চুক্তিতে কয়েকশ’ কোটি ডলারের অবরোধ লাঘবের বিনিময়ে ইরানকে পরমাণু কর্মসূচী সীমিত করতে বলা হয়েছে। খবর ইয়াহু নিউজের। কার্টার বলেন, পরমাণু চুক্তিতে এগিয়ে নেয়ার সম্ভাবনা থাকলেও এটি ‘সফলভাবে বাস্তবায়ন’ করা যাবে না। কার্টার বলেন, ‘সেকারণেই আমরা প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী সামরিক বিকল্পের বিষয়টি সংরক্ষিত রাখছি। সামরিকভাবে হলেও আমাদের শেষ আশ্রয় হিসেবে এটিকে রাখতে হবে।’ একইসঙ্গে কার্টার বলেন, চুক্তির সফল বাস্তবায়ন হবে সামরিক ব্যবস্থা গ্রহণের চেয়ে ভাল, কারণ একটি হামলা হবে সাময়িক। আরও দ্রুতগতির মেমোরি ন্যান্ড ফ্ল্যাশ প্রযুক্তির চেয়েও হাজার গুণ দ্রুতগতির নতুন মেমোরি প্রযুক্তি থ্রিডি এক্সপয়েন্ট আবিষ্কার করেছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল এবং ফ্ল্যাশ মেমোরি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন। শুরু হয়ে গেছে এই নতুন মেমোরি প্রযুক্তিসম্পন্ন চিপের উৎপাদনও। বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে ভিডিও গেম পর্যন্ত এই প্রযুক্তি ব্যাপক প্রভাব ফেলবে। -বিবিসি অর্ধেকই ফেসবুক ব্যবহারকারী বিশ্বের তিন শ’ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারীর অর্ধেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে। ১৫০ কোটির বেশি মানুষ মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করে। ৬৫ শতাংশ দিনে একবার ফেসবুকে প্রবেশ করে। তবে অর্ধেক একেবারেই ফেসবুক ব্যবহার করে না। ফেসবুক এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দিনে দিনে তাদের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারী প্রতি পাঁচ মিনিটে অন্তত একবার তাদের স্মার্টফোনের ফেসবুকে চোখ রাখে। -বিবিসি
×