ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মঞ্চে আসছে অঙ্গীকারের ‘একতারা’

প্রকাশিত: ০৫:৪২, ১ আগস্ট ২০১৫

মঞ্চে আসছে অঙ্গীকারের ‘একতারা’

স্টাফ রিপোর্টার ॥ শীঘ্রই মঞ্চে আসছে অঙ্গীকার নাট্যদলের নতুন নাটক ‘একতারা’। সুমনা কাঞ্জিলালের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক রাজীব রেজা। নাটকটি আগামী ৫ আগস্ট বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাজীব রেজা, মনিরা মনি, আইরিন শ্রাবণী, সঞ্চিতা, কবির, শামিমা আক্তার মুক্তা, রাইমা, রূপক, সাইফ, আপন, হৃদয়, আপন, সবুজ, আলভী প্রমুখ। সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ মঞ্জু সাহা ও তারেক। নাটকের পোশাক শামিমা আক্তার মুক্তা, আলো সরফরাস, সেট ডিজাইন করেছেন রাজীব রেজা। নাটকের গল্পে দেখা যাবে সত্তর দশকের একটি বিখ্যাত পত্রিকার দুই রিপোর্টার বিশ শতকের শুরুর দিকে এক বিখ্যাত অভিনেত্রীর সাক্ষাতকার নিতে যায়। পতিতাপল্লী থেকে উঠে আসা সেই অভিনেত্রী তুলে ধরেন তার জীবনের এক একটি পাতা। যে পাতায় বেরিয়ে আসে তখনকার সমাজের সাম্রাজ্য, বারবণিতার জীবন, তার ওপর শারীরিক মানসিক অত্যাচার এবং তার প্রেম। নিরীক্ষা এই অভিনেত্রী তারাময়ী কি করে অন্ধকার থেকে আলো এবং প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আবার হারিয়ে যায় সেই অন্ধকারে-এ নাটক তার জলন্ত দলিল। নাটক প্রসঙ্গে নির্দেশক রাজীব রেজা বলেন, নাটকে তারাময়ী কোন ঐতিহাসিক চরিত্র নয় কিন্তু আজ যে সংস্কৃতির অন্যতম মাধ্যম থিয়েটারের সার্থকতা নিয়ে আমরা গর্বিত হই অহংকার করি সেই অহংকারের ইমারত তৈরি হয়েছে অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত গনিকার থিয়েটারের প্রতি নি:স্বার্থ ভালবাসা আর আত্মত্যাগের মাধ্যমে। এ নাটক আজ থেকে শত বছর আগের থিয়েটারের মানুষদের নিয়ে। কিছু আবেগ, কিছু স্বার্থ কিছু প্রেম আর কিছু আত্ম ত্যাগ এই নিয়ে নাটক ‘একতারা’। নাটকটি ভারতে একাধিকবার মঞ্চায়ন হয়েছে। আমরা এই নাটকটি নতুন নামে মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি নাটকটি দর্শকরা গ্রহণ করবেন। প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নাটকটির কারিগড়ি মঞ্চায়ন হয়। মঞ্চায়ন শেষে বক্তব্য রাখেন অঙ্গীকার নাট্যদলের অন্যতম পরিচালক আসিফ মোঃ নজরুল।
×