ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ হত্যার বদলা নেব ॥ ছোটা শাকিল

প্রকাশিত: ০৫:৪৪, ১ আগস্ট ২০১৫

এ হত্যার বদলা  নেব ॥ ছোটা শাকিল

ইয়াকুব মেমনের ফাঁসির একদিন পর ভারতের এক সংবাদ মাধ্যমকে ফোন করে ক্ষোভ জানালেন ছোটা শাকিল। ইয়াকুবের ফাঁসি বিচারিক হত্যা ছাড়া কিচ্ছু নয়। সরকারকে বিশ্বাস করে দেশে ফিরেছিলেন মেমন। সরকার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর দাউদ বা তাঁর ডি কোম্পানি ভারত সরকারকে বিশ্বাস করবে না বলে জানান তিনি। ইয়াকুবের ফাঁসির বদলা নেবে ডি কোম্পানি বলেও জানান ছোটা শাকিল। শাকিল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ জন বলে পরিচিত। খবর আজকাল অনলাইনের। শাকিল দাবি করেন, ইয়াকুব সম্পূর্ণ নির্দোষ ছিল। দাউদের সঙ্গেও ইয়াকুবের কোন যোগ ছিল না। মুম্বাই হামলার প্রকৃত দোষী ইয়াকুবের বড় ভাই রুপার চোরাচালানকারী টাইগার মেমন। শাকিল বলেন, সরকারের দেয়া টোপ গিলেই মরতে হলো ইয়াকুব মেমনকে। ওর পরিবার ছিল দুবাইতে।
×