ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে সমকামীদের র‌্যালিতে হামলায় আহত ৬

প্রকাশিত: ০৫:৪৫, ১ আগস্ট ২০১৫

জেরুজালেমে  সমকামীদের র‌্যালিতে  হামলায়  আহত ৬

জেরুজালেমে সমকামীদের বার্ষিক র‌্যালিতে অংশ নেয়া ছয়জনকে ছুরিকাহত করার অভিযোগে কট্টরপন্থী এক ইহুদীকে গ্রেফতার করেছে ইসরায়েলী পুলিশ। আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। খবর বিবিসির। নেতানিয়াহু বলেছেন, সমকামী সম্প্রদায়েরও ইসরায়েলীর সব নাগরিকের মতো শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রয়েছে। তার সরকার সেই অধিকার সর্বোতভাবে রক্ষায় সচেষ্ট হবে বলেও তিনি জানান। পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তির নাম ইয়েশাই শিলসেল। এর আগেও তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। তিনি ২০০৫ সালে সমকামীদের একটি র‌্যালিতে হামলা চালিয়ে চারজনকে ছুরিকাহত করার অভিযোগে কারাদ- ভোগ করছিলেন। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি কারাগার থেকে ছাড়া পান এবং আবারও একই ঘটনা ঘটালেন।
×