ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে বেহাল সড়ক

প্রকাশিত: ০৫:৫২, ১ আগস্ট ২০১৫

বাউফলে বেহাল সড়ক

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩১ জুলাই ॥ অবিরাম বর্ষণে বাউফলে কার্পোটং সড়কগুলোর বেহাল হয়েছে। অধিকাংশ সড়ক ফুলে ফেঁপে উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কগুলো যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুর্ভোগ বেড়েছে মানুষের। জানা গেছে, ঈদুল ফিতরের দিন থেকে বিরামহীন বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিশেষ করে বিরামহীন বর্ষণের কারণে অধিকাংশ কার্পেটিং সড়ক ফুলে ফেঁপে ওঠায় সৃষ্টি হয় বড় বড় গর্তের। বিরামহীন বর্ষণে এ উপজেলায় প্রায় ৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুমকি-বাউফল-আমড়াগাছিয়া মহাসড়ক ও কালাইয়া-নওমালা ও লোহালিয়া সড়ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সড়কগুলো অধিকাংশ স্থানে ১Ñ২ ফুট গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল কষ্টকর হয়ে পড়েছে।
×