ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:৫৩, ১ আগস্ট ২০১৫

দৌলতদিয়া-পাটুরিয়া  নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৩১ জুলাই ॥ রাজবাড়ীতে সকাল থেকেই দমকা হাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌপথে ফেরিও চলছে সীমিত আকারে। এতে করে বৃষ্টির মধ্যে এ পথের চলাচলকারী যাত্রীরা দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার মিলন খান জানান, সকাল ১০টার পর লঞ্চ চলাচলের অনুমতি পাওয়া গেলেও তীব্র বাতাসের কারণে লঞ্চযাত্রীরা নদী পাড়ি দিতে লঞ্চে উঠছে না। দৌলতদিয়া বিআইডাব্লিুটিসি কর্তৃপক্ষ জানান, বাতাসের তীব্রতার কারণে রো-রো ফেরিগুলো স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। বর্তমানে ১৭টি ফেরির মধ্যে চলছে মাত্র ছোট ছোট ৭টি ফেরি। স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে তীব্র স্রোত আর ঢেউয়ের কারণে পদ্মা নদী পাড়ি দিতে সময়ও লাগছে অনেক বেশি। এতে করে যানবাহনগুুলো সময় মতো নদী পাড়ি দিতে না পারায় পদ্মা পারের উভয় ঘাটে প্রায় ৬শ’ বিভিন্ন প্রকার যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ফেরিগুলো চলতে না পারায় সাময়িক এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে পুনরায় যানবাহন পারাপার শুরু হলে এ পথে যানবাহন পারাপার স্বাভাবিক হয়ে আসবে।
×