ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাউন্টব্যাটেনকে নিয়ে চলচ্চিত্রে হুমা কোরাইশী

প্রকাশিত: ০৪:১৮, ২ আগস্ট ২০১৫

মাউন্টব্যাটেনকে নিয়ে চলচ্চিত্রে হুমা কোরাইশী

সংস্কৃতি ডেস্ক ॥ আবেদনময়ী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার ক্যারিয়ার শুরু হয়েছে অনেক দিন। এ পর্যন্ত তাঁর অভিনী ৯ চলচ্চিত্র মুক্তি পেয়েছে । মুক্তির অফেক্ষায় রয়েছে আরও তিনটি চলচ্চিত্র। শারীরিক গড়নের কারণে বিভিন্ন সময় নানা চরিত্রে অভিনয়ের স্বাদ পেলেও এবারই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বিশেষ করে ‘লর্ড মাউন্টব্যাটেন’কে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের অফার তার কাছে এই প্রথম। তিনি বলিউড কুইন হুমা কোরাইশী। পরিচালক গুরিন্দর চাড্ডার পরবর্তী ‘দ্য ভাইসরয় হাউস’ চলচ্চিত্রে হয়ত দেখা যাবে হুমাকে। বলি-টাউনের অন্দরে এখন এমনই গুঞ্জন। স্বাধীনতার ঠিক আগে এ দেশে লর্ড মাউন্টব্যাটেনের শেষের কয়েক’টি দিন নিয়েই লেখা হয়েছে চলচ্চিত্রের চিত্রনাট্য। ১৯৪০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি এই চলচ্চিত্রে একটি প্রেমের গল্পও থাকছে। হুমার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি এ চলচ্চিত্রে অভিনয় করছেন। তবে তার চরিত্রের বিষয়ে এখনই এর থেকে বেশি কিছু জানাতে রাজি নন এই অভিনেত্রী। মাউন্টব্যাটেনের ভূমিকায় হলিউডের অভিনেতা কলিন ফার্থকে কাস্ট করেছেন পরিচালক। জিন্নার চরিত্রে দেখা যাবে নাসিরউদ্দিন শাহকে। তবে চমক রয়েছে জওহরলাল নেহরুর চরিত্রে। ছোটে নবাব সাইফ আলী খান সামলাবেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব। সব মিলে ঐতিহাসিক কারণে হলেও এই চলচ্চিত্রটি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণ এবং মুক্তি পাওয়ার পরই আসল চমক বা আলোচনা কতটা ফলপ্রসূ হলো তা বোঝা যাবে।
×