ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এটা যুদ্ধাপরাধ ॥ মাহমুদ আব্বাস

ফিলিস্তিনী শিশু হত্যার ঘটনায় আইসিসিতে যাবে পিএলও

প্রকাশিত: ০৪:২২, ২ আগস্ট ২০১৫

ফিলিস্তিনী শিশু হত্যার ঘটনায় আইসিসিতে যাবে পিএলও

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের দেয়া আগুনে দেড় বছর বয়সী ফিলিস্তিনী শিশুর মৃত্যুর জন্য ইসরাইল সরকার দায়ী এবং এ জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করা হবে। শুক্রবার ভোরের এ ঘটনায় ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ দেশটির নেতারা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিন্দা জানান। মাহমুদ আব্বাস তার পররাষ্ট্রমন্ত্রীকে হেগের আইসিসিতে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছেন। খবর আলজাজিরা ও বিবিসির। এদিকে শুক্রবার ভোরের কিছু আগের এ ঘটনা নিয়ে ফিলিস্তিনী সরকার ও জনগণ চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনায় ইসরাইলের সরকারকে দায়ী করেছেন। নাবলুস শহরের কাছে দুমা গ্রামের এ ঘটনায় শিশুটির বাবা-মা ও বড় ভাই গুরুতরভাবে আহত হয়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে ‘যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন। ইসরাইলী সেনা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা দুমা গ্রামে প্রথমে ওই বাড়ির জানালা ভাঙ্গে। পরে ঘরের ভেতরে অগ্নিবোমা ছুড়ে মারে। আগুনে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। বাড়িটির বাইরে দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ কথাটি লেখা দেখা যায়। ঘটনার পর ইসরাইলী সেনারা সন্দেহভাজন হামলাকারীদের ধরতে গ্রামটিতে অভিযান চালিয়েছে। ফিলিস্তিনী ইসলামপন্থী গোষ্ঠী হামাস এই হত্যাকা-ের প্রতিশোধ নিতে ফিলিস্তিনীদের প্রতি আহ্বান জানিয়েছে। এক বছর আগে জেরুজালেমে এক ফিলিস্তিনী কিশোরকে পুড়িয়ে হত্যা করা হয়। পশ্চিম তীরে তিন ইসরাইলী কিশোর অপহৃত ও খুন হওয়ার বদলা নিতে ওই হত্যাকা- ঘটে বলে ধারণা করা হচ্ছে। মাহমুদ আব্বাস বলেন, ‘এটা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ। এটা মানবতাবিরোধী অপরাধ। আন্তর্জাতিক অপরাধ আদালতে এর বিচার চাইব আমরা।’ ব্রিটেনে বিমান দুর্ঘটনা লাদেনের বোন ও সৎমা নিহত ব্রিটেনের হ্যাম্পশায়ারে এক ব্যক্তিগত বিমানবন্দরে শুক্রবার একটি বাণিজ্যিক জেট বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের মধ্যে কুখ্যাত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বোন ও সৎমা রয়েছেন বলে সংবাদে বলা হয়েছে। বিমানটি বিধ্বস্ত হয়ে এক গাড়ি নিলাম কেন্দ্রে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মেদ বিন নাওয়াফ আল সাউদ দূতাবাসের টুইটার এ্যাকাউন্টে সৌদি বংশোদ্ভূত বিন লাদেনের বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের জন্য শোক প্রকাশ করেছেন। কিন্তু এ শোক প্রকাশে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়নি। তিনি টুইটে বলেন, মহামান্য প্রিন্স মোহাম্মেদ বিন নাওয়াফা বিন আবদুল আজিজ ব্ল্যাকবুলি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত ঘটনায় লাদেন পরিবারের সদস্যরা নিহত হওয়ায় প্রয়াত মোহাম্মেদ বিন লাদেনের ছেলেদের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। -গার্ডিয়ান
×