ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবারের দাবি জীবিত

আফগান জঙ্গীনেতা জালালুদ্দিন হাক্কানির মৃত্যু

প্রকাশিত: ০৪:২৩, ২ আগস্ট ২০১৫

আফগান জঙ্গীনেতা জালালুদ্দিন হাক্কানির মৃত্যু

আফগানিস্তানের অন্যতম শক্তিশালী জঙ্গীগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি অন্তত এক বছর আগে মারা গেছেন বলে জানিয়েছেন গোষ্ঠীটির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র। তারা বলছেন, দীর্ঘদিন রোগ ভোগের পর হাক্কানি মারা যান এবং তাকে আফগানিস্তানে দাফন করা হয়েছে। তবে হাক্কানি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র শুক্রবার প্রকাশিত গণমাধ্যমের খবরগুলো অস্বীকার করে জানিয়েছেন, জালালুদ্দিন হাক্কানি অসুস্থ অবস্থায় এখনও জীবিত রয়েছেন। খবর বিবিসি ও ওয়েবসাইটের। কয়েক বছর ধরেই হাক্কানির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখনও পর্যন্ত গুজবটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার মোল্লা ওমরের মৃত্যুর খবর তালেবানগোষ্ঠীর পক্ষ থেকে নিশ্চিত করার একদিন পর শুক্রবার জালালুদ্দিন হাক্কানির মৃত্যু সংবাদ পাওয়া গেল। শুক্রবার তালেবানগোষ্ঠীর কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানী গণমাধ্যমগুলো হাক্কানির মৃত্যুর খবর প্রকাশ করে। একটি প্রতিবেদনে এক আফগান কর্মকর্তা ছয় বছর আগে হাক্কানির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন। হাক্কানি নেটওয়ার্ক এখনও পর্যন্ত তাদের প্রতিষ্ঠাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তানের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকাভিত্তিক হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আল কায়েদা ও তালেবানের ঘনিষ্ঠ সর্ম্পক আছে। এই দুটি গোষ্ঠীর যোগসাজশে কয়েক বছরে হাক্কানি নেটওয়ার্ক আফগান ও নেটো বাহিনীর ওপর বহু হামলা চালিয়েছে। জালালুদ্দিনের ছেলে সিরাজুদ্দিন হাক্কানি নেটওয়ার্কটির প্রকৃত নিয়ন্ত্রক হয়ে উঠেছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল। এই গোষ্ঠীটি সবসময়ই তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রক্ষা করে চলেছে এবং তালেবান নেতা মোল্লা ওমরকেই নেতা মানত। কুকুরের পানি পান যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক পরিবারের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তাদের পোষা কুকুরটি কিভাবে ফ্রিজ থেকে পানি বের করে তা পান করছে। ম্যাক্স নামের ওই কুকুর জিহ্বা দিয়ে ফ্রিজের বাটনে ক্লিক করে সহজেই পানি পান করতে পারে। অন ও অফ বাটন দুটি হালকাভাবে চাপ দিয়ে সে এই কাজটি করে থাকে। -ইউপিআই কাঁচের ব্রিজ বিশ্বের সবচেয়ে উঁচু ও লম্বা অভিনব এক কাঁচের ব্রিজ তৈরি করল চীন। আগামী কয়েক দিনের মধ্যেই খুলে দেয়া হবে ব্রিজটি। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ান স্কাইওয়াক এতদিন তাক লাগিয়ে এসেছে বিশ্ববাসীকে। লম্বায়, চওড়ায়, উচ্চতায় সব দিক থেকে চীনের এই ব্রিজ টেক্কা দিতে চলছে গ্র্যান্ড ক্যানিয়ান স্কাইওয়াককে। একসঙ্গে ৮০০ মানুষকে বহনের ক্ষমতা রাখে ব্রিজটি। -আনন্দবাজার
×