ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছিট এলাকায় ৭৮০০ পরিবার এক বছরের মধ্যে বিদ্যুত পাবে

প্রকাশিত: ০৫:৫৯, ২ আগস্ট ২০১৫

ছিট এলাকায় ৭৮০০ পরিবার এক  বছরের মধ্যে  বিদ্যুত পাবে

স্টাফ রিপোর্টার ॥ দেশের নতুন নাগরিক হিসেবে স্বীকৃত ছিটমহলের বাসিন্দাদের বিদ্যুত সুবিধা দেয়ার পরিকল্পনা করছে সরকার। রাজধানীতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আয়োজিত পারফরমেন্স টার্গেট এগ্রিমেন্ট-পিটিএ এবং বার্ষিক পারফরমেন্স এগ্রিমেন্ট-এপিএর লক্ষ্যমাত্রা নির্ধারণী সভায় বিদ্যুত, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শনিবার সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশ দেন। এছাড়া নতুন সংযোগ পেতে গ্রাহককে ঘুষ দিতে হয় এমন খবর আর শুনতে চান না বলে পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজারদের হুঁশিয়ার করে দেন তিনি। আরইবি সূত্র বলছে, ছিটমহল এলাকায় সাত হাজার ৮০০ পরিবারকে আগামী এক বছরের মধ্যে বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হবে। এজন্য এক হাজার একশ’ কিলোমিটার বিদ্যুতের নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে। প্রতিমন্ত্রী সভায় বলেন, আগামী এক বছরে পল্লী বিদ্যুতে অন্তত ২০ ভাগ দুর্নীতি কমাতে হবে। পল্লী বিদ্যুতে নতুন সংযোগ নিতে গ্রাহকদের ঘুষ দিতে হচ্ছে। এমন কি এখন বিকাশের মাধ্যমেও ঘুষ নেয়া হচ্ছে। এই অবস্থা থেকে যে কোন মূল্যে বের হয়ে আসতে হবে।
×