ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাড়ে পাঁচ লাখ বছর আগের দাঁত

প্রকাশিত: ০৬:০১, ২ আগস্ট ২০১৫

সাড়ে পাঁচ লাখ বছর আগের দাঁত

দু’জন তরুণ প্রতœতত্ত্ববিদ ৫৫০০০০ বছর আগের প্রাচীন মানব দাঁতের সন্ধান পেয়েছে ফ্রান্সে। বিশ্বের সবচেয়ে প্রাচীন মানব দাঁত পাওয়া গেছে জার্মানিতে। এই দাঁতটি ছয় লাখ বছর আগে। এটি আবিষ্কৃত হয়েছিল ১৯০৭ সালে। এরপরের প্রাচীনতম মানব দাঁতটিই ফ্রান্সের পশ্চিম পিরেনিজ অঞ্চলের ট্যাউটাভেল এলাকায় খনন কাজ চালিয়ে আবিষ্কার করল ক্যামিলি ও ভ্যালেনটিন নামের টিএনএজার দুই প্রতœতত্ত্ববিদ। তারা কুয়ান ডি এ্যারাগো গুহাতে এই প্রাচীনতম দাঁতটি খুঁজে পেয়েছে। এই অঞ্চলটি ৪৫০০০০ বছর আগের ট্যাউটাভেল মানবজাতির আদি নিবাস হিসেবে পরিচিত। কিন্তু তারও আগের মানবজাতির দাঁত আবিষ্কার এই অঞ্চলের আদিম মানবগোষ্ঠী নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এই দাঁতটি বয়স্কদের নাকি বাচ্চার, নারী কিংবা পুরুষের তা এখনও নিশ্চিত হওয়া না গেলেও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে দাঁতটির প্রকৃত বয়স এবং এ নিয়ে ফরাসী প্রতœতত্ত্ববিদদের মধ্যে পড়ে গেছে রীতিমতো হৈচৈ। সূত্র : ইন্টারনেট
×