ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মায় মাটিভর্তি নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ

প্রকাশিত: ০৬:১৭, ২ আগস্ট ২০১৫

পদ্মায় মাটিভর্তি নৌকা ডুবে তিন যাত্রী নিখোঁজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগের কাছে শনিবার বিকেলে পদ্মা নদীতে মাটিভর্তি নৌকা ডুবিতে তিন শ্রমিক নিখোঁজ রয়েছে। এরা হলো-পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার সামাইদা গ্রামের মোজাম্মেলের পুত্র জাহাঙ্গীর (২৮), সুধারপুর গ্রামের মফিজউদ্দিনের পুত্র সোহেল (২৫) ও চাঁদপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র জাকির (৩২)। অর্ধনিমর্জ্জিত অবস্থায় ৩০ জীবিত শ্রমিকসহ অপর নৌকাটি উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটি এখনও উদ্ধার করা যায়নি। পুলিশ জানায়, ফরিদপুরের মদনখালী থেকে মাটিভর্তি করে পাশাপাশি দুটি বড় আকারের স্টিলের ইঞ্জিনচালিত নৌকা নারায়ণগঞ্জের বক্তবলীর ইটভাঁটিতে যাচ্ছিল। কিন্তু উত্তাল পদ্মায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে দুটি নৌকাই। একটি তলিয়ে যায়। অপরটিও তলিয়ে যাওয়ার উপক্রম হয়। পদ্ম সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন স্পিড বোট নিয়ে ৫৭ জনকে জীবিত উদ্ধার করে। পরে আরও একজনকে উদ্ধার করা হয়। তারা এখন প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছেন। উদ্ধারকৃত যাত্রীর মধ্যে রয়েছে- নৌকার চালক মোঃ সেকান্দার আলী (৩৫), মিস্ত্রি আবু বকর (৩৫ ), শ্রমিক আব্দুল কুদ্দুস (৪২), শহিদুল ইসলাম (৩২), মোজাম্মেল হক (৩০), হেলাল উদ্দিন (৩৭), শাহ আলম (২৮) ও আব্দুল জব্বার (৩৪)।
×