ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুর বাংলাদেশী ক্যাডেট ও নাবিক নেবে

প্রকাশিত: ০৬:১৮, ২ আগস্ট ২০১৫

সিঙ্গাপুর বাংলাদেশী ক্যাডেট ও নাবিক নেবে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিঙ্গাপুরের খ্যাতনামা বিভিন্ন শিপিং কোম্পানি বাংলাদেশ থেকে ক্যাডেট ও নাবিক নেবে । প্রথম দফায় সিঙ্গাপুরের শিপিং কোম্পানি ওশান ট্যাঙ্কার্স লিমিটেড এ ধরনের ক্যাডেট ও নাবিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মেরিন একাডেমি ও সরকারী নাবিক প্রশিক্ষণ একাডেমি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ক্যাডেটদের নিয়োগ দিতে ওশান ট্যাঙ্কার্স লিমিটেড এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। তারা বলেছে, ওই প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশী ক্যাডেট ও নাবিকদের কাজে তারা সন্তুষ্ট। বিশ্বের খ্যাতনামা প্রায় সব শিপিং কোম্পানি দুবাই, সিঙ্গাপুর ও হংকংভিত্তিক। তাই আন্তর্জাতিকমানের শিপিং কোম্পানিগুলোতে চাকরি পেতে হলে নাবিক ও ক্যাডেটদের সিঙ্গাপুর, দুবাই কিংবা হংকং হয়েই জাহাজে উঠতে হয় অথচ এসব দেশের ভিসা জটিলতার কারণে বাংলাদেশের নাবিক ও ক্যাডেটরা দীর্ঘদিন ধরে ভাল চাকরি থেকে বঞ্চিত হয়ে আসছিল। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নিয়মনীতি অনুযায়ী বিভিন্ন দেশে গিয়ে যে কোন নাবিকের জাহাজে যোগদান কিংবা চাকরি ছাড়ার অধিকার থাকলেও সিঙ্গাপুর, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বাংলাদেশীরা সে সুযোগ পাচ্ছেন না। এমনকি প্রতিবেশী দেশ ভারতের কোন বন্দর থেকে বাংলাদেশী নাবিকরা বিদেশী জাহাজে উঠতে চাইলে সে দেশের দূতাবাস থেকে ভিসা দিতে গড়িমসি করে। এসব ঘটনা নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে যোগাযোগ সৃষ্টি করার পর প্রথম পর্যায়ে সিঙ্গাপুরের খ্যাতিসম্পন্ন কোন শিপিং কোম্পানি থেকে বাংলাদেশী নাবিক ও ক্যাডেটদের নিয়োগের ঘোষণা এলো।
×