ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাঁধের ইনজুরিতে ভিক্টোরিয়া আজারেঙ্কা

সরে দাঁড়ালেন সেরেনা

প্রকাশিত: ০৬:২৯, ২ আগস্ট ২০১৫

সরে দাঁড়ালেন সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ এ সপ্তাহেই শুরু হবে স্ট্যানফোর্ড টুর্নামেন্ট। ডব্লিউটিএ হার্ডকোর্ট টুর্নামেন্টের মহিলা এককে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। কিন্তু ব্ল্যাঙ্ক অব ওয়েস্ট ক্ল্যাসিক ইভেন্টে অংশগ্রহণ করবেন না বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা সেরেনা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। মূলত ডান কনুইর ইনজুরির কারণেই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি। নিজেকে ঝালাইয়ের এই গুরুত্বপূর্ণ ইভেন্টে পারফর্মেন্স করতে না পেরে রীতিমতো হতাশ এ আমেরিকান। এ বিষয়ে তিনি এক সাক্ষাতকারে বলেন, ‘ব্ল্যাঙ্ক অব দ্য ক্ল্যাসিক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় আমি হতাশ। কিন্তু এটাও ঠিক যে আমাকে কনুইর ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে হবে।’ মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে কোর্টে নামার আগে স্ট্যানফোর্ডে খেলাটা জরুরী ছিল সেরেনার। কিন্তু চোট আর তা হতে দিল না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা আগামী বছরে ফেরার স্বপ্ন দেখছেন নিজের প্রিয় এই ইভেন্টে। সেই সঙ্গে এবার যাঁরা খেলছেন তাদের সবার জন্যই শুভকামনা জানিয়েছেন তিনি। এ বিষয়ে সেরেনা উইলিয়ামস এক বিবৃতিতে বলেন, ‘আমার প্রিয় টুর্নামেন্টগুলোর একটি হলো এটি। শুধু তাই নয়, এখানকার সমর্থকরাও দারুণ ভালবাসে এবং আমাকে সমর্থন করে। আমি এখানে অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের জন্যই শুভকামনা জানাই। সেই সঙ্গে আশা করি আগামী মৌসুমেই ফিরতে পারব এ টুর্নামেন্টে।’ কনুইর ইনজুরি বেশ ভালভাবেই ভোগাচ্ছে সেরেনা উইলিয়ামসকে। এই চোটের কারণে গত মাসেই সুইডিশ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সেরেনা উইলিয়ামস। ধারণা করেছিলেন দ্রুতই সুস্থ হয়ে কোর্টে ফিরবেন তিনি। কিন্তু দুর্ভাগ্য আমেরিকান তারকার। কনুইর চোট এখনও সেরে উঠতে পারেননি। সুইডিশ ওপেনের পর ব্ল্যাঙ্ক অব দ্য ওয়েস্ট ক্ল্যাসিক থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের আগে মাত্র একটি ইভেন্ট পাবেন তিনি। তা হলো টরোন্টো ওপেন। তাই স্ট্যানফোর্ডের আয়োজকরা সেরেনার দ্রুতই রোগমুক্তি কামনা করেন। এ বিষয়ে তারা এক বিবৃতিতে জানায়, ‘সেরেনার এটা ঐতিহাসিক বছর। আমরা দ্রুতই তার রোগমুক্তি কামনা করি। কেননা এ মাসেই যে শুরু হবে ইউএস ওপেন।’ টুর্নামেন্টের পরিচালক ভিসকি গুন্নারসোন এই সময় আরও বলেন, ‘দুর্ভাগ্য হলেও চোট আসলে খেলারই অংশ। আর খেলোয়াড়ের সুস্থ থাকাটাই সবসময় জরুরী বিষয়।’ সেরেনা উইলিয়ামসের বর্তমান বয়স তেত্রিশ বছর। কিন্তু বয়সের ফ্রেমে নিজেকে বেঁধে রাখতে নারাজ এই আমেরিকান টেনিস তারকা। সম্প্রতি উইম্বলডন জিতেছেন তিনি। সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো ‘সেরেনা সøাম’ জয়ের মাইলফলকও স্পর্শ করে টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এ তারকার সামনে আরেক রেকর্ডের হাতছানি। তা হলো ‘ক্যালেন্ডার সøাম’ জয়ের। মৌসুমের প্রথম তিন মেজর টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা। তাই ইউএস ওপেন জিততে মরিয়া। আগামী মাসে শুরু মৌসুমের মেজর এই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে কোর্টের প্রস্তুতির সঙ্গে জিমেও সময় দিচ্ছেন সেরেনা। জিমে ওয়ার্ক-আউটের কিছু ছবি দিয়ে নিচে ক্যাপশন দিয়েছেন, ‘প্রস্তুত হচ্ছি।’ ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা। কনুইর ইনজুরি যদি বড় কোন বাধা হয়ে না দাঁড়ায় তাহলে ক্যালেন্ডার সøাম জেতাটা সেরেনার এখন কেবলই সময়ের ব্যাপার। এদিকে কাঁধের ইনজুরিতে ভুগছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। যে কারণে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ডব্লিউটিএ ওয়াশিংটন টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বেলারুশ সুন্দরী আজারেঙ্কার সময়টা মোটেই ভাল যাচ্ছে না। তবে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কা হাল ছাড়ছেন না। চোট কাটিয়ে কোর্টে ফেরার জন্য নিরন্তর লড়াই করছেন তিনি।
×