ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে প্রতিবন্ধী শিশু হত্যার চেষ্টায় গ্রেফতার এক

প্রকাশিত: ০৭:০৬, ২ আগস্ট ২০১৫

আমতলীতে প্রতিবন্ধী শিশু হত্যার চেষ্টায় গ্রেফতার এক

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ১ আগস্ট ॥ বরগুনার আমতলী পৌরসভার লোচা গ্রামে শুক্রবার রাতে মাসুদ হাওলাদারের বাক প্রতিবন্ধী শিশু আরিফকে (৬) হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর খালু কামাল মৃধাকে (৩২) ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালে আমতলী পৌর শহরের লোচা গ্রামের সুলতান তালুকদারের মেয়ে তানিয়ার সঙ্গে দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের সুলতান মৃধার ছেলে কামাল মৃধার বিয়ে হয়। বিয়ের পরে কামাল শ্বশুর সুলতান তালুকদারের ৬৬ শতাংশ জমি তার নিজের নামে সুকৌশলে গোপনে দলিল করে নেয়। এ ঘটনা জানাজানি হয়ে যায়। কামাল এ জমি দখল করার জন্য বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার দিন রাতে প্রতিবন্ধী শিশু আরিফ নানার বাড়িতে খালা তানিয়া ও খালু কামালের সঙ্গে ঘুমিয়ে ছিল। গভীর রাতে খালু ঘুমন্ত শিশুটি তুলে নিয়ে যায়। পরে ওই গ্রামের পানি উন্নয়ন বোর্ডের সøুইস গেটের স্রোতের মুখে ফেলে দেয়। এ সময় স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরছিল। জেলেরা মানুষের উপস্থিতি টের পেয়ে চোর চোর বলে ডাকাডাকি করলে কামাল দৌড়ে শ্বশুরবাড়িতে ওঠে। জনতা গিয়ে তাকে আটক করে। এদিকে প্রতিবন্ধী শিশু আরিফকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় স্থানীয় লোকের জিজ্ঞাসায় কামাল স্বীকার করে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে সøুইস গেটে ফেলে দেয়া হয়েছে। শিশুটি সøইিসের ভিতর দিয়ে স্রোতের তোড়ে বিপরীত দিকে ভেসে যায়। মৎস্য প্রযুক্তিমেলা বাকৃবি সংবাদদাতা ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্যোগে তিন দিনব্যাপী মৎস্য প্রযুক্তিমেলা শুরু হয়েছে। শনিবার ইনস্টিটিউট চত্বরে ওই মেলা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। জানা যায়, দুপুর ১২টার দিকে বিএফআরআইয়ের মহাপরিচালক মোহাম্মদ জাহেরের সভাপতিত্বে অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আধ্যাপক ড. মো. আলী আকবর উপস্থিত ছিলেন। খাঁচায় মাছ চাষ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১ আগস্ট ॥ সদর উপজেলার চামটা এলাকায় লাভজনক খাঁচায় মাছ চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় এই মাঠ দিবস বাসন্ডা নদীর পাড়ে চামটা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আইএপিপি প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ আনিচুর রহমান তালুকদার।
×