ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৪, ২ আগস্ট ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ভারতীয় একটি জাতি। এ জাতির রয়েছে- র. রাজনৈতিক সংগঠন রর. সার্বভৌমত্ব ররর. নিজস্ব সংস্কৃতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ২. জিং পাও-এর অর্থ কী? ক) গ্রামের খবর খ) দেশের খবর গ) যুক্তরাষ্ট্রে ঘ) সুইডেনে ৩. সুশাসনের মূলকথা হলো- র. আইনের শাসন রর. অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব ররর. জবাবদিহিতা, স্বচ্ছতা ও গণতন্ত্রের শাসন নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪. ভারতে রাজ্যসভার উচ্চ কক্ষের নাম কী? ক) রাজ্য সভা খ) লোকসভা গ) বিধানসভা ঘ) প্রাদেশিক সভা ৫. কোন সংগঠনকে ক্ষমতাসীন গোষ্ঠী কর্তৃক দলীয়করণ করার প্রবণতা লক্ষ করা যায়? ক) নাগরিক সংগঠন খ) সাংস্কৃতিক সংগঠন গ) আমলাতান্ত্রিক সংগঠন ঘ) সামাজিক সংগঠন ৬. "কোনো দেশের জনগণ স্বাধীনতাকামী হবে কি না, তা অনেকটা নির্ধারিত হয় ভৌগোলিক পরিবশে দ্বারা।" - কার উক্তি? ক) বার্কার খ) বাকলে গ) ম্যাকাইভার ঘ) মন্টেস্কু ৭. "স্বাধীনতার মতো আর কোনো শব্দ এত বিচিত্র অর্থে ব্যবহৃত হয় নি এবং মানুষের মনে বিচিত্র সব প্রতিক্রিয়ার সৃষ্টি করে নি।"-উক্তিটি কার? ক) দার্শনিক এরিস্টটল খ) দার্শনিক মন্টেগু গ) অধ্যাপক গার্নার ঘ) এফ, আই, গ্লাউড ৮. জাতীয় সংসদ কাজ করে থাকে- র. বিচারসংক্রান্ত কাজ রর. আইন প্রণয়নসংক্রান্ত ররর. বাজেট পাস নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৯. জনমতের গুরুত্ব নয় কোনটি? ক) ব্যক্তি স্বাধীনতা রক্ষা খ) গণতন্ত্রের বিকাশ গ) প্রগতির সহায়ক ঘ) গণরায় দমন ১০. আমলাতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রাথমিক ধাপ কোনটি? ক) সমস্যা নির্ণয় খ) সমস্যা বিশ্লেষণ গ) বিকল্প সমাধান ঘ) সিদ্ধান্ত গ্রহণ ১১. ফ্রেডারিক এঙ্গেলস কখন জন্মগ্রহণ করেন? ক) ১৮১৮ সালে খ) ১৯২০ সালে গ) ১৯২২ সালে ঘ) ১৯২৩ সালে ১২. আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? ক) আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী গ) কানাডার প্রধানমন্ত্রী ঘ) জার্মানির চ্যান্সেলার ১৩. সিটিজেন চার্টার -এর বাংলা প্রতিশব্দ কী? ক) নির্দিষ্ট সময় কাঠামো খ) নাগরিক সনদ গ) সংবেদনশীলতা ঘ) ব্যক্তির দক্ষতা ১৪. অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়- র. যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ করাকে রর. পারিবারিক গোপনীয়তা রক্ষা করাকে ররর. উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১৫. বাংলাদোশের প্রশাসিনব কাঠামো কত স্তরভিত্তিক? ক) ২ স্তর খ) ৩ স্তর গ) ৪ স্তর ঘ) ৫ স্তর ১৬. আইন প্রণয়নের জন প্রয়োজন- র. জ্ঞান ও সৃজনশীলতা রর. কলাকৌশলগত জ্ঞান, বিচক্ষণতা ররর. দূরদর্শিতা নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১৭. ′ঘধঃরড়হধষরঃু′ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ক) ঘধঃরড়হধষ খ) ঘধঃবং গ) ঘধঃঁং ঘ) ঘধঃরড় ১৮. আইনগত অধিকারের পথে সাঞ্জ্যপূর্ণ নয় কোনটি? ক) সামাজিক অধিকার খ) অর্থনৈতিক অধিকার গ) রাজনৈতিক অধিকার ঘ) নৈতিক অধিকার ১৯. "যেখানে সরকারের কার্যক্রম সবারই অংশগ্রহণের সুযোগ আছে, সেটিই হলো গণতন্ত্র।"-কে বলেছেন? ক) আব্রাহাম লিংকন খ) হেরেডোটাস গ) স্যার জন সিলি ঘ) ম্যাকাইভার
×