ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসলাম শিক্ষা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৭, ২ আগস্ট ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৩. দুনিয়ার সকল মানুষের প্রতি ভ্রাতৃত্বসূলভ আচরণের বহিঃপ্রকাশ করাকে কী বলে? ক) সহমর্মিতা খ) জাতীয়তাবোধ গ) ভ্রাতৃত্ববোধ ঘ) জীবনবোধ ২৪. তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম। হাদিসটি কোন প্রন্থ থেকে সংকলিত? ক) মুসলিম খ) আবু দাউদ গ) তিরমিযি ঘ) বুখারি ২৫. যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি- র. মহৎপ্রাণ রর. বিশেষ মর্যাদার অধিকারী ররর. সম্পদশালী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৬. মাক্কি ও মাদানি সূরা কয়টি? ক) ৮৬ ও ২৮টি খ) ২৫ ও ২৭টি গ) ৩০ ও ৩৩ টি ঘ) ১০ ও ১৫ টি ২৭. একই যুগের মুসলিম উম্মাহর পুণ্যবান মুজতাহিদগণের শরিয়তের কোনো বিষয়ে ঐকমত্য পোষণ করাকে বলা হয়? ক) ইজমা খ) কিয়াস গ) ফিকহ ঘ) দলিল ২৮. কোনো ফরয কাজ অস্বীকার করা কী? ক) গুনাহে কবীর খ) হারাম গ) কুফর ঘ) শিরক ২৯. ‘ইজমা’ শব্দের অর্থ কী? ক) একমত হওয়া খ) মতানৈক্য হওয়া গ) প্রচার করা ঘ) প্রকাশ করা ৩০. কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে? ক) রিসালাতে বিশ্বাস খ) আল্লাহতে বিশ্বাস গ) কালিমায় বিশ্বাস ঘ) আখিরাতে বিশ্বাস ৩১. ইজমার রুকন কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৩২. আত্মশুদ্ধির আরবি পরিভাষা কী? ক) তাযকিয়াতুন নাফস খ) মারিফাত গ) মোরাকাবা ঘ) মোযাহাদা ৩৩. কোন নবির উম্মতগণ কোন ভ্রান্ত বিষয়ে একমত হবে না ? ক) হযরত ঈসা (আ)-এর খ) হযরত আদম (আ)-এর গ) হযরত মুহাম্মদ (স)-এর ঘ) হযরত মুসা (আ)-এর ৩৪. সর্বোত্তম জ্ঞানের উৎস কোনটি? ক) আসমানি কিতাব খ) উপন্যাস গ) ইন্টারনেট ঘ) উইকিপিডিয়া ৩৫. ‘ইকামাতুল সালাত’ শব্দের অর্থ কী? ক) সালাত খ) নিদ্রা যাওয়া গ) সালাত প্রতিষ্ঠা করা ঘ) সাক্ষ্য দেওয়া ৩৬. যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে পরিত্যাজ্য ও বর্জনীয়, তাকে কী বলা হয়? ক) হালাল খ) হালাল বায়্যিন গ) ফরয ঘ) সুন্নাত ৩৭. মৃত্যু কার হাতে? ক) আল্লাহর খ) আজরাইল (আ)-এর গ) জিব্রাইল (আ)-এর ঘ) মিকাইল (আ)-এর ৩৮. ওয়াদা ভঙ্গ করা কোন ধরনের অপরাধ? ক) মিথ্য কথা বলা খ) ওয়াদা ভঙ্গ করা গ) কপটতা করা ঘ) আমানতের খিয়ানত করা ৩৯. বিশ্বমানবতার শান্তির দূত কে? ক) হযরত আদম (আ) খ) হযরত দাউদ (আ) গ) হযরত মুসা (আ) ঘ) হযরত মুহাম্মদ (স) ৪০. মুমিন ব্যক্তিরা- র. কর্তব্য পালন করে রর. আল্লাহর ইবাদত করে ররর. স্বাভাবিক জীবনযাপন থেকে বিরত থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪১. দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে নিপতিত হলে অন্য মুসলমানও তার জন্য সমব্যাথী হয়। ইসলামে এর নাম কী? ক) সহানুভূতিশীলতা খ) ইসলামী ভ্রাতৃত্ব গ) মহানুভবতা ঘ) ইসলামী আন্দোলন ৪২. মহান আল্লাহ সেদিন গোটা পৃথিবী ধ্বংস করে দেবেন। যেদিন- র. কোনো মুমিন থাকবে না রর. আল্লাহর নাম নেয়ার কেউ থাকবে না ররর. মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৩. আল্লাহ বিশ্বজগৎ ধ্বংস করে দিবেন- ক) আল্লাহর নাম নেওয়ার কেউ না থাকলে খ) সূর্য শীতল হলে গ) গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রের মধ্যে সংঘর্ষ ঘটলে ঘ) চন্দ্র-সূর্য আলোহীন হলে ৪৪. হে ইমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর। সুুরা মায়িদার কত নং আয়াত? ক) ৭ খ) ৫ গ) ৩ ঘ) ১ ৪৫. ইসলামী পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো- র. নিফাক রর. দ্বিমুখীভাব ররর. শিরক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৬. কে যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? ক) হযরত আলী (রা) খ) হযরত উসমান (রা) গ) হযরত আবু বকর (রা) ঘ) হযরত উমর (রা) ৪৭. আমানতের খিয়ানত করা কিসের আলামত? ক) কুফরির খ) ইমানের গ) মুনাফিকের ঘ) মুসলমানের উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও : * রোকেয়া তার দোকানে কর্মরত লোকদের প্রতিমাসে বেতন দিতে বিলম্ব করেন। ৪৮. সম্পদের পুঞ্জীভূতকরণ রোধ করা যায় কিসের মাধ্যমে? ক) রর খ) রর গ) রর ও ররর ঘ) ররর
×